সংক্ষিপ্ত

  • মহাকালের স্মরণে রাজ-শুভশ্রী
  • মন্দিরে পুজো দিলেন টলিউড জুটি
  • সেখান থেকেই ছবি তুলে শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়
  • একের পর এক ছবির কাজে ব্যস্ত অভিনেতা

টলিউডের এখন ব্যস্ততম পরিচালক হলেন রাজ চক্রবর্তী। হাতে এখন তাঁর একের পর এক ছবির কাজ। একাধিক ছবিতে অভিনয় করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও। তবে ব্যস্ততার মাঝেও এখন খানিক ছুটির মেজাজে রয়েছেন এই জুটি। ধর্মযুদ্ধ ছবির শ্যুটিং-এর কাজ শেষ। চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। এরই মাঝে খানিকটা সময় করে নিয়ে দেব-দর্শনে বেরিয়ে পড়লেন রাজ-শুভশ্রী। 

আরও পড়ুন-সফরে করোনা আতঙ্ক, মুখে মাস্ক পড়ে ইউরোপ পাড়ি প্রভাসের

সম্প্রতি কাজের মাঝে জন্মদিন পালন করলেন রাজ চক্রবর্তী। শ্যুটিং-এর সেটেই কেক কেটে সকলের সঙ্গে জন্মদিনের সেলিব্রেশনে মেতে ছিলেন তিনি। শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায় সেই ছবি। এবার সস্ত্রীক তাঁরা পৌঁছে গেলেন মহাকালের দর্শনে। শুভশ্রীর পরনে লাল শাড়ি। রাজ চক্রবর্তীর পরনে ধুতি। মাথায় তিলক, গলায় বেল পাতার মালা। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করতেই আবারও তা নজর কাড়ল নেট দুনিয়ায়। 

আরও পড়ুন-মেয়ের সঙ্গে টক্করে এগিয়ে তনুজা, ৭৬-এ দাঁড়িয়েও মনোকিনিতে পোজ বর্ষীয়ান অভিনেত্রীর

 

View post on Instagram
 

আরও পড়ুন-কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন বলিউডের এই অভিনেত্রী, বিস্ফোরক মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া

সামনেই ছবির মুক্তি। মে মাসে মুক্তি পাওয়ার কথা ছিল ধর্মযুদ্ধ ছবি। সেই তারিখ এগিয়ে এসেছে এপ্রিল মাসে। ফলে সামেনই ছবির মুক্তি ঘিরে ব্যস্ত রাজ। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সচল এই জুটি। প্রতিটি খবরই নিজেরাই ভক্তদের উদ্দেশে দিয়ে থাকেন তাঁরা। এখন সকলেই ধর্মযুদ্ধ ছবির অপেক্ষায়। এই ছবিতে রয়েছেন, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, স্বাতীলেখা সেনগুপ্ত, পার্নো মিত্র, সোহম, ঋত্বিক-সহ আরও অনেকে।