বিকিনি টপে অদ্রিজা, ওয়েট শার্টে ক্রুশাল, সেলেব জুটির Hot গোয়া ট্রিপ
First Published Jan 1, 2021, 9:07 PM IST
বাংলা টেলিজগতে হাশ হাশ কাপলের মধ্যে অন্যতম হলেন ক্রুশাল আহুজা এবং অদ্রিজা রায়। 'কীকরে বলব তোমায়'র হ্যান্ডসাম ড্যাশিং হিরো ক্রুশাল যে অদ্রিজার সঙ্গেই প্রেম করছেন এ কথা তিনি নিজে মুখ বলেননি ঠিকই, তবে কানাঘুষো আসে, তিনি এবং অদ্রিজা প্রায় বহুদিন ধরেই চুটিয়ে প্রেম করছেন। অদ্রিজা এবং ক্রুশাল, দু'জনেরই সোশ্যাল মিডিয়া অ্যাকউন্টে একে অপরের সঙ্গে বিভিন্ন ছবি, ভিডিও শেয়ার করতে দেখা যায়। ২০২০-র শেষে দিকে সকল সেলেব্রিটিরাই ট্রিপে যাচ্ছিলেন।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন