Asianet News BanglaAsianet News Bangla

ঋতাভরীর বাড়িতে এক নয় রয়েছেন দুই দুগ্গা, দেখলে চমকে যাবেন

  • ঋতাভরীর চক্রবর্তীর বাড়িতে দুই দুর্গার আগমণ
  • তাঁদের ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়
  • দুই দুর্গার ছবি দেখলে শ্রদ্ধা ও ভালবাসায় ভরবে আপনার মন
  • এক ঝলকে দেখুন সেই ছবি
Ritabhari Chakraborty flaunts her two Duggas ADB
Author
Kolkata, First Published Oct 24, 2020, 6:02 PM IST

টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর পোস্টে ফের নজর ঘুরল সকলের। পোস্ট করলেন বাড়ির দুই দুর্গার ছবি। এক তাঁর মা শতরূপা স্যানাল এবং তাঁর দিদি চিত্রাঙ্গদা চক্রবর্তী। পোস্টের ক্যাপশনে লিখেছেন, আমার বাড়ির দুগ্গা রা। মা এবং দিদি। পোস্ট দেখেই প্রশংসায় ভরিয়ে দিল নেটিজেনরা। প্রসঙ্গত, ঋতাভরীর পোস্ট মানেই, শোরগোল নেটদুনিয়ায়। লাল শাড়িতেই চলছে ঋতাভরীর 'লাল ইশ্ক'। এমনই ক্যাপশন দিয়ে এক ভিডিও, ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। 

যা দেখে কৌতূহল জেগেছিল সকলের মনে। তবে কি প্রেমে পড়লেন তিনি। প্রেমে পড়েছেন তো ঠিকই, তবে ঋতাভরী নন, ভক্তরা প্রেমে পড়েছে তাঁর। নিত্যদিন প্রেমে পড়েন তাঁর। সম্প্রতি জাকুজিতে স্নানের আগে উদ্দাম নেচে দেখিয়েছেন ভক্তদের। জাকুজিতে নেমে গরম জলে স্নান কার না আরামদায়ক লাগে। সেই জাকুজিতে নামার উচ্ছ্বাস নাচের মাধ্যমে প্রকাশ করেছেন তিনি। 

 

 

ঋতাভরী আগুন কেবল বিনোদন মহলেই নয় খেলার ময়দানেও চড়ল উশষ্ণতার পারদ। আইপিএল শুরু হতেই সম্প্রতি কেকেআর প্রতি সমর্থন প্রকাশ করেছেন ঋতাভরী। কেকেআর-এর জার্সি পরে গ্যালেরিতে দাঁড়িয়ে তিনি। ক্রমশ আইপিএল-এ বাড়ছে গ্ল্যামার। এছাডা় একটি ফোটোশ্যুটের ছবি শেয়ার করেছিলেন ঋতাভরী যা নিমেষে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। 

Follow Us:
Download App:
  • android
  • ios