Asianet News Bangla

করোনাকালে এ কী হাল সন্দীপ্তার, শেষে কি না রিক্সা টানতে হচ্ছে অভিনেত্রীকে

  • সন্দীপ্তার নয়া পোস্টে ঝড়
  • রিক্সা টানছেন সন্দীপ্তা 
  • মুহূর্তে নজর কাড়লেন অভিনেত্রী 
  • মুহূর্তে ভাইরাল পোস্ট 
sandipta sen shared throwback picture bjc
Author
Kolkata, First Published Jun 30, 2021, 12:27 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

সন্দীপ্তা বরাবরই সোশ্যাল মিডিয়ার পাতা অ্যাক্টিভ। একের পর এক পোস্ট ঘিরে মাঝে মধ্যেই ঝড় ওঠে নেট দুনিয়ায়। কখনও হট পোজ কখনও আবার ভাইরাল হয়ে ওঠে সন্দীপ্তার নাচের ভিডিও। তাই বলে শেষে কি না রিক্সা চালানো! এমন ছবি এর আগে তো ধরা পড়েনি ফ্রেমে। ঘটনাটা কী! তেমন কিছুই না। দীর্ঘ দিনের লকডাউনে সেলেব মহল একের পর এক পুরোনো ছবি শেয়ার করছে ভক্তদের জন্য। এক্ষেত্রে তার ব্যতিক্রম হল না। সম্প্রতি সন্দীপ্তাও তেমনই এক পুরোনো ছবি শেয়ার করেছে, যা ঘিরে নেট মহলে উত্তেজনা তুঙ্গে। 

আরও পড়ুন- হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত প্রয়াত মন্দিরা বেদির স্বামী, পরিচালক-প্রযোজক রাজ কৌশল

আরও পড়ুন- ছোট্ট আনন্দী-কে চিনতে পারছেন, ২৪-শে পা 'বালিকা বধূ'র, চাবুক ফিগারে আগুন নেটদুনিয়ায়

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SANDIPTA SEN (@sandiptasen)

 

বিষয়টা হল, সন্দীপ্তা ঘুরতে বেশ পছন্দ করেন। মাঝে মধ্যেই বিভিন্ন ডেস্টিনেশন বেছে নিয়ে বেরিয়ে পড়ে অভিনেত্রী। তেমনই এক শফর ছিল নিউইয়র্ক। ট্রিপের মাঝেই খুনসুটি। বোনকে পেছনে বসিয়ে নিজেই টানলেন রিক্সা। সেই ছবি সামনে আসতেই অবাক ভক্তমহল। এও সম্ভব! দিব্যি রিক্সা চালকের ভুমিকায় সাবলীল সন্দীপ্তা। 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SANDIPTA SEN (@sandiptasen)

 

এই ছবি পোস্ট করতেই তা নজর কাড়ল সকলের। একের পর এক কমেন্টে ভরতে থাকে সন্দীপ্তার সোশ্যাল পাতা। নিউইয়র্ক ট্রিপের একাধিক ছবি রয়েছে তাঁর প্রফাইলে, কখনও হট রপোজ, কখনও আবার পার্ফেক্ট ট্রিপের ছবি ফ্রেমবন্দি লেন্সে। সন্দীপ্তার বিউটি ও অভিনয়ের ব্যালেন্সেই ঘায়েল নেটমহল। টলিস্টারের প্রতিটা পোস্টই ভক্তমহেলর চোখে এক কথায় সেরার সেরা। 

Follow Us:
Download App:
  • android
  • ios