Asianet News BanglaAsianet News Bangla

নাইটি পরে ব্যাঙ্ককের ওয়াকিং স্ট্রিটে স্যান্ডি সাহা, তাঁর কীর্তি দেখে হতবাক বারবণিতাদের দল

স্যান্ডি সাহা মানেই পাগলপান্তির চূড়ান্ত। হাসতে হাসতে যতক্ষণ না পেটে খিচ ধরবে ততক্ষণই হাসিয়ে যাবেন। বাংলার অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হলেন স্যান্ডি সাহা। এই মুহূর্তে থাইল্যান্ডের পাটায়াতে রয়েছেন স্যান্ডি সাহা। বিদেশে তিনি পৌছে গেছেন নাইটি পরে। শুধু তাই নয় নাইটি পরে পাটায়ার ওয়াকিং স্ট্রিটের অন্ধকার গলিতে নাইট লাইফ এনজয় কীভাবে করলেন তাও শেয়ার করলেন ভক্তদের সঙ্গে।

 Sandy Saha wearing Nighty in Pattaya Walking Street video goes super viral in social media BRD
Author
Kolkata, First Published Aug 22, 2022, 11:34 AM IST

স্যান্ডি সাহা মানেই পাগলপান্তির চূড়ান্ত। হাসতে হাসতে যতক্ষণ না পেটে খিচ ধরবে ততক্ষণই হাসিয়ে যাবেন। বাংলার অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হলেন স্যান্ডি সাহা। এই মুহূর্তে থাইল্যান্ডের পাটায়াতে রয়েছেন স্যান্ডি সাহা। বিদেশে তিনি পৌছে গেছেন নাইটি পরে। শুধু তাই নয় নাইটি পরে পাটায়ার ওয়াকিং স্ট্রিটের অন্ধকার গলিতে নাইট লাইফ এনজয় কীভাবে করলেন তাও শেয়ার করলেন ভক্তদের সঙ্গে।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় থাইল্যান্ডের ট্রাভেল ব্লগ শেয়ার করেছেন স্যান্ডি সাহা। নাইট বৌদির কীর্তি দেখেই চোখ কপালে উঠেছে নেটিজেনদের। নাইটি পরেও যে বিদেশ সফর করা যায় তা স্যান্ডির পক্ষেই সম্ভব। আসলে সমস্ত অসম্ভবকে সম্ভব করা তা পক্ষে আদতেও কোনও ব্যাপার নয়। একাধিকবার নাইটি পরে শোরগোল ফেলে দেওয়া স্যান্ডি এবার থাইল্যান্ডে গিয়েও সেখানকার মানুষদের পাগল করে দিলেন। কখন বাংলায় কথা বলতে গিয়ে ধরা পড়ে যাচ্ছেন তো কখন আবার গাড়ির মধ্যেই নাচতে শুরু করে দিয়েছেন।

 

 Sandy Saha wearing Nighty in Pattaya Walking Street video goes super viral in social media BRD

 

তারপর ওয়াকিং স্ট্রিটে  পৌঁছেই ছেলে দেখেই তার শরীর খারাপ লাগতে শুরু করে। তারপরই  দেখা যায় স্যান্ডির বক্ষযুগলে হাত দেয় সেখানকার স্থানীয় এক ব্যক্তি। ব্যস তারপরই স্যান্ডির কান্না শুরু। তারপর ওয়াকিং স্ট্রিটে হাঁটতে হাঁটতে ভুট্টাও খান স্যান্ডি, সেখানেই  নিজেদের নাম নিয়ে মশকরা শুরু করেন তিনি। তারপর নাইটি পরে রাস্তায় শুয়ে বিখ্যাত নাচ শুরু করেন স্যান্ডি। হঠাই আচমকাই দুই বাঙালি যুবকের সঙ্গে দেখা হওয়ায় আপ্লুত হয়ে পড়ে স্যান্ডি। ব্যস তারপরেই সটান চুমুও খেয়ে নেন। তারপর পোশাক বদলে নিয়ে সমকামী রেস্তোরাঁ গিয়ে ডিনার করে বাড়ি ফেরেন স্যান্ডি, ঝড়ের গতিতে ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়, দেখে নিন ভাইরাল হওয়া সেই ভিডিও।

 

 Sandy Saha wearing Nighty in Pattaya Walking Street video goes super viral in social media BRD

 

থাইল্যান্ডের পাটায়ার ওয়াকিং স্ট্রিটের পাগলপান্তির জন্য ফের লাইমলাইটে উঠে এলেন জনপ্রিয় ইউটিউবার স্যান্ডি সাহা। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্য়েই জনপ্রিয় স্যান্ডি সাহা। বিভিন্ন রকম সাজে নেটপাড়ায় ঝড় তুলতে সিদ্ধহস্ত স্যান্ডি। এই কারণের জন্য শিরোনামে উঠে আসেন তিনি। যেটাই ট্রেন্ডিং সেটা নিয়ে ভিডিও বানাতে পোস্ট করতে সিদ্ধহস্ত জনপ্রিয় ইউটিউবার। স্যান্ডি সাহা এই নামটাই যেন যথেষ্ঠ। তিনি যেখানেই যান সেখানেই যেন একটা হুলুস্থুলু কান্ড বেধে যায়।

 Sandy Saha wearing Nighty in Pattaya Walking Street video goes super viral in social media BRD

 

স্যান্ডি সাহাকে চেনেন না এমন মানুষের সংখ্যা প্রায় হাতেগোনা। কখনও কলকাতা থেকে বাংলাদেশ গিয়ে শোরগোল ফেলে দেন  আবার কখন থাইল্যান্ডে গিয়ে জনপ্রিয় হয়ে যান ইউটিউবার স্যান্ডি সাহা। তবে এই প্রথমবার নয়, এর আগেও নাইটি পরে মা ফ্লাইওভারে গিয়ে ভিডিও করে শোরগোল ফেলে দিয়েছিলেন স্যান্ডি সাহা। এমনকী ফ্লাইটে উঠে উদ্দাম নাচ করে সকলের রাতের ঘুম কেড়ে নিয়েছেন তিনি। স্যান্ডির এই ভিডিও ভাইরাল হতেও খুব বেশি সময় নেয়নি। স্যান্ডি যা করবে তা-ই যেন  নিমেষে ভাইরাল হয়ে যায়। এবারও তার অন্যথা হল না। বেশ কিছুদিন ধরে বেশিরভাগ ভিডিওতেই নাইটি পরেই ধরা দিচ্ছেন স্যান্ডি সাহা। তার এই অদ্ভুত ড্রেসের জন্য সকলের কাছে নাইটি বৌদি বলেই পরিচিত জনপ্রিয় ইউটিউবার স্যান্ডি সাহা।
স্যান্ডির এই পাগলপান্তি-ই এখন নেটদুনিয়ায় হটকেক। 
 

Follow Us:
Download App:
  • android
  • ios