বৃষ্টিকেই সঙ্গী করে শ্রীমা ভট্টাচার্যের নয়া পোস্ট সাদা শিফনে সেজে উঠলেন টেলি নায়িকা লাল ঠোঁটের কোণায় দুষ্টুমির ছোঁয়া হালকা মেকআপে ধরা দিয়ে ছাদেই চলল ফোটোশ্যুট  

শ্রীমা ভট্টাচার্যের অভিনব কায়দায় মুগ্ধ হয়ে নেটবাসী। এবারও তার অন্যথা হল না। বৃষ্টিকে সঙ্গী করে পোস্ট করলেন বিভিন্ন ধরণের ছবি এবং ভিডিও। যেখানে সাদা শিফন পোলকা ডট শাড়িতে সেজে উঠেছেন শ্রীমা। ভারী হার এবং হালকা মেকআপেই করলেন বাজিমাত। পোস্টগুলি দেখে বয়ে গিয়েছে লাইকের বন্যা। ছবি ও ভিডিওতে তাঁর রূপ এবং গুণে ফের মুগ্ধ হয়েছে ভক্তরা। সম্প্রতি 'বেদের মেয়ে জ্যোৎস্না'র সেট থেকে একটি আপলোড করেছিলেন। ধারাবাহিকের সেট থেকে তোলা সেলফিতে বরাবরের মত দর্শকমহল হতবাক। 

আরও পড়ুনঃকোভিডে আক্রান্ত জনপ্রিয় বাঙালি অভিনেত্রী সৌমিলি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন আপডেট

তাঁর থেকে এমন অনেক ছবির আশায় বসে থাকে তাঁর ভক্তরা। তিনিও অবশ্য ফ্যানদের হতাশ করেন না। প্রায় নিত্যদিন নতুন কোনও পোস্ট। প্রসঙ্গত, লকডাউনে শ্রীমা ভক্তদের যেভাবে বিনোদনের জোগান দিয়েছেন তা অবিস্মরণীয়। লকডাউনে অতিষ্ট হয়ে উঠলেও কারও কারও বেশ সুবিধা হয়েছিল। অজান্তেই আনন্দের মুহূর্ত চলে এসেছে তাঁদের জীবনে। যেমন অভিনেতা-অভিনেত্রীরা এখন শ্যুটিং ছেড়ে বাড়িতে বসে সাধারণ মানুষের মতই। এই ফাঁকে পরিবারের সঙ্গে কোয়্যালিটি টাইম কাটানোর সুযোগ পেয়ে গিয়েছিলেন সকলে। 

আরও পড়ুনঃপরিচয় গোপন করে সুশান্তের সঙ্গে থাইল্যান্ড ঘোরেন সারা, কীভাবে ভুয়ো নামে বিদেশ ঘুরলেন সইফ কন্যা

View post on Instagram

আরও পড়ুনঃঅজয় ও যুগকে ছেড়ে মেয়েকে নিয়ে পাড়ি দিলেন সিঙ্গাপুর, কোভিড পরিস্থিতির মাঝে কেন এই সিদ্ধান্ত কাজলের

তেমন শ্রীমাতাঁর মা-বাবার সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন বাড়িতে। কখনও বৃষ্টিতে ভিজে তো কখনও মায়ের সাহায্যে রান্না শিখে, লকডাউনে বেশ সুবিধাই হয়েছে শ্রীমার। তবে লকডাউনের জেরে একটু অসুবিধা হয়েছে বইকি। মিস করছিলেন প্রেমিককে। গৌরব রায় চৌধুরি, তৃনয়নী ধারাবাহিকের হিরো গৌরব। শ্রীমার সঙ্গে বেশ কয়েকদিন ধরেই সম্পর্ক তাঁর। হোলির সময় একসঙ্গে ভিডিও পোস্ট করে তাক লাগিয়েছিলেন তাঁরা। 

আরও পড়ুনঃভেজা চুল থেকে উন্মুক্ত পিঠ, সামনে কেবল কাপড়ের টুকরো মাত্র, সেমি ন্যুড ছবি পোস্ট দর্শনা

View post on Instagram

আরও পড়ুনঃ'প্যান্টি ভিতরে পরার জিনিস, জনসমক্ষে দেখাবার নয়', অনুষার ফোটোশ্যুটে আপত্তি

লকডাউনের কারণে গৌরবের সঙ্গে দেখা হচ্ছে না শ্রীমার। এই কারণে একটি বড়ো চিঠি লিখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন শ্রীমা। অন্যদিকে কবিতা ও গল্প বলতে ভালবাসেন। লকডাউনে টিকটক ভিডিও করা, রান্না করা ছাডা়ও নিজের অন্যরূপ তুলে ধরলেন শ্রীমা। কবিতা আবৃত্তি করে শুনিয়েছেন নিজেদের ভক্তদের। শ্রীমার এই গুণে মুগ্ধ নেটিজেনরা। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শিশু ভোলানাথ কাব্যগ্রন্থের অন্তর্গত ইচ্ছামতী কবিতাটি আবৃত্তি করে শুনিয়েছিলেন অভিনেত্রী। বই পড়া, গল্প লেখা এগুলোও রয়েছে শ্রীমার প্রতিভার তালিকায়। 

আরও পড়ুনঃবং গাই বনাম অঙ্কুশ, ইউটিউবার ও টলিউডের ঠান্ডা লড়াই নিয়ে আজও চলে তর্ক

View post on Instagram