সংক্ষিপ্ত

  • গুরুতর অসুস্থ  গায়িকা নির্মলা মিশ্র
  • তড়িঘড়ি ভর্তি করা হল হাসপাতালে 
  • ফুসফুসে ছড়িয়েছে সংক্রমণ
  • কেমন আছেন এখন গায়িকা 

বছর শেষে বাংলা সঙ্গীত প্রেমীদের কপালে আবারও পড়ল ভাঁজ। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হল গায়িকা নির্মলা মিশ্রকে। ফুসফুসের সমস্যার কারণেই শারীরিক সমস্যা বাড়ছিল। এদিন দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর ডাক্তারের পক্ষ থেকে জানানো হয়েছে, যে ফুসফুসে ছড়িয়েছে সংক্রমণ। তবে বর্তমানে অবস্থা স্থিতিশীল।

আরও পড়ুন- ফিট ফিগার, স্টানিং লুক, ৫৫-তেও হ্যান্ডসম সলমন, জেনে নিন ডায়েটে কী কী রাখেন ভাইজান

এদিন সকালেই করোনা টেস্ট করানোর কথা জানানো হয়েছিল। এছাড়াও নানা শারীরিক সমস্যা দেখা দিয়েছে বার্ধক্যজণিত কারনে। শরীরে রক্তচাপ অনেকটা কমে গিয়েছে। সংক্রমণ ছড়িয়েছে মুত্রনালিতেও। এরপরই পারিবারিক ডাক্তারের পরামর্শে তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। 

চলতি বছর এই নিয়ে দুবার হাসপাতালে ভর্তি করা হল গায়িকাকে। যার জেরেই উদ্বেগে ভক্তমহল। যদিও এখন অনেকটাই স্বাভাকি রয়েছেন গায়িকা। চলছে চিকিৎসা। এর আগে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি। এবার ফুসফুসে সংক্রমণ নিয়ে অসুস্থ হয়ে পড়তেই তৎপর পরিবার।