সংক্ষিপ্ত
২৫ এপ্রিল, সোমবার থেকে শুরু হয়ে গেল কলকাতার ছবি প্রেমীদের জন্য সুখের দিন। তবে এবারের নিয়মে আনা হয়েছে একাধিক রদবদল। প্রথা ভেঙে নেতাজি ইন্ডোরে নয় বরং,ছিমছাম ভাবে নজরুল মঞ্চেই ২৭-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হয়ে গেল। এটি এমনই একটা উৎসব যার জন্য গোটা একটা বছর অপেক্ষা করে থাকে সিনেমাপ্রেমীরা। কিন্তু কলকাতায় করোনার বাড়বাড়ন্ত যেভাবে বেড়েছিল তাতে চলতি বছরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেশ কিছু বিধিনিষেধ রাখা হয়েছিল। তবে কড়া বিধিনিষেধের মেনেই শুরু হয়ে গেল কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল।
প্রতিবারের চেয়ে ছবিটা যেন একটু আলাদা। দীর্ঘদিনের প্রতীক্ষার পর শুরু হয়ে গেল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। একাধিক দিনক্ষণ বাতিলের পর ২৫ এপ্রিল শুরু হয়ে গেল ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব । চলচ্চিত্র উৎসব উদ্ধোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোলের সাংসদ তথা অভিনেতার শত্রুঘ্ন সিনহা। সত্যজিৎ রায়ের 'অরণ্যের দিনরাত্রি' ছবিটি দিয়েই অনুষ্ঠানেই শুভ সূচনা হবে। ২৫ এপ্রিল থেকে শুরু হয়ে আগামী ১ লা মে পর্যন্ত চলবে ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ।
২৫ এপ্রিল, সোমবার থেকে শুরু হয়ে গেল কলকাতার ছবি প্রেমীদের জন্য সুখের দিন। তবে এবারের নিয়মে আনা হয়েছে একাধিক রদবদল। প্রথা ভেঙে নেতাজি ইন্ডোরে নয় বরং,ছিমছাম ভাবে নজরুল মঞ্চেই ২৭-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হয়ে গেল। এটি এমনই একটা উৎসব যার জন্য গোটা একটা বছর অপেক্ষা করে থাকে সিনেমাপ্রেমীরা। কিন্তু কলকাতায় করোনার বাড়বাড়ন্ত যেভাবে বেড়েছিল তাতে চলতি বছরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেশ কিছু বিধিনিষেধ রাখা হয়েছিল। তবে কড়া বিধিনিষেধের মেনেই শুরু হয়ে গেল কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল।
একাধিক রদবদল আনা হয়েছে চলচ্চিত্র উৎসবে। নজরুল মঞ্চেই ২৭-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে বসেছিল চাঁদের হাঁট। শুধু ভেন্যু নয় বরং উদ্বোধনী অনুষ্ঠানও ছিল একদম অন্যরকম।
করোনার কারণেই অন্যান্য বছরের থেকে অনুষ্ঠানের পরিসরও অনেক কমানো হয়েছে। ছোট হয়েছে অতিথিদের তালিকা। কারণ শুরু থেকেই এবারের চলচ্চিত্র উৎসবে অনেক বাঁধা এসেছে। তাই সবকিছু চিন্তাভাবনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৭-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন রাজ চক্রবর্তীর ভাবনায় এবারের উদ্বোধন অনুষ্ঠান ছিল একেবারেই অন্যরকম। চলতি বছরের চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে এবার বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে ফুটিয়ে তোলা হয়েছে। যেমন লাল মাটির সোঁধা গন্ধের সঙ্গে মিশে গিয়েছিল সায়ন্তিকার নাচ। এছাড়া অদিতি মুন্সির সুরেলা কন্ঠে কৃষ্ণনাম জপ করলেন কৌশানি। নাচের তালে শুভশ্রী বললেন, এই পৃথিবীর একই মাটি, একই আকাশ-বাতাস। ছৌ নৃত্য থেকে বাউল গান সবটাই ফুটে উঠল দেবলীনা কুমার, মনামী, দিতিপ্রিয়ার পারফরম্যান্সে। গোটা অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও বিধায়ক অভিনেত্রী জুন মালিয়া।
এবারের চলচ্চিত্র উৎসবে বিশেষ শ্রদ্ধা জানানো হবে স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়, কিংবদন্তি পরিচালক চিদানন্দ দাশগুপ্ত এবং বিখ্যাত বিদেশি পরিচালক মিকলোস জ্যাসোঁ। শতবর্ষে সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানিয়ে তার চারটি ছবি ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে। তার মধ্যে রয়েছে পথের পাঁচালি, নায়ক, সতরঞ্চ কে খিলাড়ি এবং পরশপাথর। এবছরের ফোকাসে রয়েছে কান্ট্রি ফিনল্যান্ড। সব মিলিয়ে মোট ১০৩ টি ফিচার ফিল্ম এবং ৫৮ টি শর্ট ফিল্ম ও ডকুমেন্টরি দেখানে হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। চলতি বছরে ফিল্ম ফেস্টিভ্যালে অংশ হতে ৭১ টি দেশ থেকে মোট ১৬৯৮ টি আবেদন জমা পড়েছিল। সমস্ত কিছু বিচার বিবেচনা করে বাছাই করে নেওয়া হয়েছে ১৬১ টি ছবি, ছোট ছবি ও তথ্যচিত্র। মোট ১০ টি ভেন্যু জুড়ে চলবে ছবি উৎসব এবং ২০০ টি শো-এর আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতামূলক বিভাগে থাকছে মোট ৫৯ টি ছবি। প্রতিবছরের মতো এবছরও থাকছে একাধিক নয়া চমক। দেশ-বিদেশের বিখ্যাত চলচ্চিত্র দেখানো হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। তবে করোনা ভাইরাসের কারণে কড়া বিধিনিষেধ মেনেই আয়োজিত করা হবে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। কোভিড গাইডলাইন মেনে সমস্ত সামাজিক দূরত্ব রেখেই অত্যাধুনিক স্মার্ট ডিজাইনের মাধ্যমেই আয়োজিত করা হয়েছে ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ।
আরও পড়ুন-লিভ-ইনের রোম্যান্টিক সহবাসের পরেও কি ব্রেক আপ? কেন একা-অবিচ্ছন্ন রণজয়-সোহিনী
আরও পড়ুন-টুকরো কাপড়ে মোড়া শরীর, বেরিয়ে স্তনের একাংশ থেকে উরুর খাঁজ, হাই থাই স্লিটে চরম হট উরফি
আরও পড়ুন-খোলা পিঠে চুঁইয়ে পড়ছে যৌবন, সেক্সি টোনড উরু ফ্লন্টস করে হটনেসে ঝড় মালাইকার