গিরিশ করনাডের মৃত্যুতে শোকের ছায়া চলচ্চিত্র জগতে খবর পাওয়া মাত্রই স্তব্ধ চলচ্চিত্র জগত সোশ্যাল মিডিয়ায় জুড়ে শোক প্রকাশে সামিল টলিউড অভিনেতা থেকে পরিচালক বাদ থাকলেন না কেউই
সোমবার সকালে গিরিশ কারনাড-এর প্রয়াণের খবরে শোকের ছায়া নেমে আসে গোটা দেশ জুড়ে। শোক প্রকাশ করে সোশ্যাল মিডিয়ার পেজ ভরালেন টলিউড তারকারা। এই দিন সোশ্যাল মিডিয়ায় টুইট করে তাঁর আত্মার শান্তি কামনা করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
Scroll to load tweet…
বাংলা চলচ্চিত্রের পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লেখেন, টাইগার জিন্দা হ্যায়- ছবিতে অভিনয় করা ছাড়াও তিনি অর্জন করেছিলেন একাধিক পুরষ্কার, সাহিত্য আকাদেমি, জাতীয় পুরষ্কার, সাহিত্য নাটক আকাদেমি, গনেশপতি, পদ্মশ্রী, পদ্মভূষণ।
Scroll to load tweet…
অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় গিরিশ কারনাড-এর মৃত্যুতে শোক প্রকাশ করে লেখেন , আমরা আঁপনার ছবি, নাটক দেখে বড় হয়েছি। সারা জীবন আপনাকে সবর্দা অগ্রগতির বিকল্প পথ, প্রগতিশীল কন্ঠ হিসেবে মনে রাখব।
Scroll to load tweet…
