বৃহস্পতিবার বিয়ের পিঁড়িতে তৃণা নীল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মেহেন্দির ছবি টলিউডের রাজকীয় বিয়ের আসর রিল নয় রিয়েল লাইফে এবার কনের সাজে তৃণা

এ যেন টলিউডের এক রাজকীয় প্রেম কাহিনি। রূপকথার মত সেজে উঠেছে বিয়ের মাহল। কখনো এক প্রেমে ফুটে উঠছে প্রেম কাহিনির ঝলক, কখনো আবার একই ফ্রেমে ধরা পড়ছে টলিউডের পারফেক্ট জুটি তৃণা নীল এর রোমান্টিক সিকুয়েন্স। আর তাতেই বুঝে এখন নেট দুনিয়া। 

View post on Instagram

যাকে বলে টলিপাড়ার চোখ ধাঁধানো বিয়ের আসর, আয়োজনে ঠিক তেমনটাই ধরা পড়ছে তৃণা বিয়েতে। দিনে বেশ কয়েকদিন ধরে মেতে রয়েছে খরকুটর গুঞ্জন। নিজের বিয়ে পরিবারের আরও দু'জনের বিয়ে, সেই মৌসুমের মাঝেই এবার রিয়েল লাইফে বিয়ের আসরে মাতল তৃণা সাহা। এঙ্গেজমেন্ট থেকে শুরু করে মেহেন্দি, চোখ ধাঁধানো বিয়ের আসরে মন আটকে ভক্ত মহলের।

View post on Instagram

তবে অপেক্ষার পালা শেষ। এবার হাজির সেই মাহেন্দ্রক্ষণ। আজ বিয়ের পিঁড়িতে বসতে চলেছে তৃণা আর নীল। বৃহস্পতিবারই বিয়ে এই সেলেব্রিটির। বুধবার মেহেন্দির অনুষ্ঠানে মাতলেন তাঁরা। ছবি ও ভিডিও শেয়ার করে জানালেন তাদের ফিলিংস। লাইফে নয়া ইনিংস খেলতে প্রস্তুত দুই তারকা। আর তাদের প্রিয় একটি লাভ স্টোরি, যেখানে নায়ক-নায়িকার নীল তৃণা।