সংক্ষিপ্ত
- নেটফ্লিক্স, অ্যামজন সফরের পরও সময় কাটছে না বিক্রমের।
- খুঁজছেন বিনোদনের অন্য পন্থা।
- সাহায্য চাইছেন ভক্তদের থেকে।
লকডাউনে জেরে প্রথম প্রথম বেশ অনেকেই শান্তি পেয়েছিল ভেবে যে বহুদিন পর বাড়িতে বসে নিজেকে সময় দিতে পারবেন তারা। অনলাইনে মুভি, সিরিজে একেবারে বিঞ্জওয়াচ করবেন সকলে। তবে সপ্তাহ দুয়েক যেতে না যেতেই অতিষ্ট হয়ে উঠছে সকলে। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, হইচই, হটস্টার, প্রতিটি অনলাইন অ্যাপ্লিকেশন ব্যবহার করেও বোর হয়ে যাচ্ছেন সকলে। এই তালিকায় সম্প্রতি নাম লেখালেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়।
আরও পড়ুনঃবয়সের থেকে বড় প্রেমিক-প্রেমিকাকে বিয়ে করেছিলেন যে তারকারা, দেখুন তালিকাতে কারা
আরও পড়ুনঃপাব্লিসিটির জন্য দান করছেন, করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে ট্রোলড নবাব দম্পতি
নিজের ইনস্টাগ্রামে একটি পোস্টের ক্যাপশনে লিখেছেন, "আমায় দয়া করে কেউ সাহায্য করো। মুভি দেখা, গান শোনা, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, হইচই, হটস্টার, রান্না করা, বাড়ি পরিষ্কার করা, ঘুমনো, খাওয়া এবং ওয়ার্ক আউট ছাড়া আর কী কী করতে পারি।"
আরও পড়ুনঃফের করোনায় মৃত্যু, চলে গেলেন হলিউডের এই বিখ্যাত অভিনেতা
বিক্রমের এই প্রশ্নে স্বাভাবিকভাবে ভক্তরা বেশ ব্যকুল হয়ে উঠেছে। তাদেরও যে সময় কাটছে না সে বিষয় কমেন্ট সেকশনে লিখতে শুরু করেছে ভক্তরা। অবশ্য এক নয়া পন্থার কথাও তারা জানিয়েছে বিক্রমকে। অনলাইনে লুডো খেলার আইডিয়া দেওয়া হয়েছে বিক্রমকে। সম্প্রতি অনেক সেলেব্রিটিরাই অনলাইন লুডো খেলছেন। বিক্রমও সেই তালিকায় নাম লেখাবেন কিনা সেটাই দেখআর বিষয়।
আরও পড়ুনঃকরোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ
আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা
আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস
আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল