সংক্ষিপ্ত

  • বিধায়কের ডাকে সাড়া দিলেন অজয়
  • ব্যস্ততার মাঝেই পরিবেশের পাশে সুপারস্টার
  • গ্রীন চ্যালেঞ্চ ছুঁড়েদিলেন তিন স্টারকে
  • মুহূর্তে ছড়িয়ে পড়ল ভিডিও

সোশ্যাল মিডিয়ায় বরাবরই তারকারা, কখনো উঠে আসে সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে পোস্ট কখনো আবার সামনে আসে সচেতনমূলক বার্তা। সমাজ থেকে পরিবেশ সুস্থ জীবনযাপনের পথ দেখাতে সদা তৎপর সেলেব মহল। এবার গাছ লাগিয়ে পরিবেশ রক্ষার কথা মনে করিয়ে দিলেন বলিউড সুপারস্টার অজয় দেবগন।

আরও পড়ুনঃ ঘুম থেকে ওঠা থেকে রাত, মালাইকা এই ডায়েট ফলো করেই ধরে রেখেছেন স্টানিং ফিগার

গ্রীন ইন্ডিয়া চ্যানেল দিয়ে বিধায়কের ডাকে সাড়া দিয়েছিলেন অজয়। সেখানে হাজির হয়ে গিয়েছেন তিনটি গাছ। এই ভিডিওটি শেয়ার হতেই তা ভক্তদের নজর কাড়ে। এই উদ্যোগে  সামিল হতে পেরে বিজয় খুশি অজয়। সোশ্যাল মিডিয়ায় ভিডিও  পোস্ট করে তিনি ধন্যবাদ জানান তাকে এই উদ্যোগে সামিল করার জন্য।

 

 

পাশাপাশি কাজল সুনীল শেট্টি ও জুনিয়র বচ্চন কে পরবর্তী নমিনেশন দিয়েছেন অজয়। এখন দেখার এই চ্যালেঞ্জ গ্রহণ করে তিনটি করে গাছ লাগিয়ে ভিডিও পোস্ট করেন কিনা এই এই তিন সেলেব। পরিবেশ ও প্রকৃতি নিয়ে মাঝেমধ্যে নানা পোস্ট করে থাকেন সেলেব দুনিয়া। গাছ কাটার প্রতিবাদে রাস্তায় নেমে ধন্যা দিয়েছিলেন শ্রদ্ধা কাপুর। কখনো আবার দেখা গিয়েছে পুরো বনভূমির দায়িত্ব নিতে সেলেবদের। এবার সেই তালিকায় শামিল অজয় দেবগনও।