সংক্ষিপ্ত

  • একের পর এক তারকাদের পাশে পাচ্ছেন পরিযায়ী শ্রমিকেরা
  • সোনু সুদের পর আরও একবার সক্রিয় অমিতাভ
  • বুক করলেন চাটার্ড বিমান
  • ফেরাবেন ১০০০ জন পরিযায়ী শ্রমিককে 

পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে পরিত্রাতা এখন সোনু সুদ। লকডাউনে দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা মানুষদের ঘরে ফেরাচ্ছেন অভিনেতা। কীভাবে সাধারণ মানুষ পৌঁচ্ছবেন বাড়ি, সেই ব্যবস্থ করে এখন দেশের চোখের রিয়েল হিরোর তালিকাতে নাম লিখিয়েছেন সোনু সুদ। এবার পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন। এর আগেই তিনি একবার বাসের ব্যবস্থা করেছিলেন। এবার বুকিং করলেন ৬ চাটার্ড বিমান। 

মুম্বইতে আটকে থাকা শ্রমিকদের উত্তর প্রদেশে পাঠাবেন এবার অমিতাভ বচ্চন। রওনা দেবে মোট ছয়টি বিমান। মূলত চার জায়গার পরিযায়ী শ্রমিকেরা রয়েছেন আটকে। বারাণসী, গোরোখপুর, এলাহাবাদ ও লক্ষ্নৌতে। খবর নিয়ে বুধবারই বুকিং করেছিলেন অমিতাভ। এরপর প্রথম চার বিমান তৈরি করা হয় রওনার জন্য। বুধবার সকালে চার বিমান পরিযায়ী শ্রমিক নিয়ে রওনা দিয়েছে। 

আরও পড়ুনঃ স্বাধীনতার পর মারণ ভাইরাসে বন্দি , ভারতের ইতিহাসে নতুন অধ্যায় উঠেঙ্গে হাম-এর ফ্রেমে

বাকি দুই বিমান ছাড়বে বৃহস্পতিবার। কেবল অমিতাভই নন, বচ্চন পরিবারের আরও দুই সদস্য অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই, তাঁরাও করোনা মোকাবিলায় সামিল। যোগ দিয়েছেন আই ফর ইন্ডিয়াতে। পরবর্তীতে আরো মানুষকে ফেরানোর কথা ভেবে দেখছেন অমিতাভ। বর্তমানে সোনু সুদের সাদায্যে অনেকেই ফিরছেন বাড়ি। শয়ে শয়ে মানুষ এখন তাঁর ভক্ত। গোটা দেশে বর্তমান পরিস্থিতিতে সেলিব্রিটিরা যেভাবে এগিয়ে এসেছেন, তা নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে।