সংক্ষিপ্ত
নিজের টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন অমিতাভ বচ্চন । যেখানে 'মেরা মন মেরা রাষ্ট্রগণ'-এর উদ্যোগেই জাতীয় সংগীত গাওয়ার এই বিশেষ মুহূর্তের ভিডিও টুইটারে আপলোড করেছেন বিগ বি। এবং সেখানে হ্যাশট্যাগ দিয়েছেন, 'MeraMaanMeraRashtragaan'। কলকাতার ইডেনে ভারত-পাক ম্যাচের আগে অমিতাভের গাওয়া জাতীয় সংগীত এখন নেটদুনিয়ায় ভাইরাল।
বয়স যে নিছকই একটা সংখ্যা মাত্র তা যেন বারেবারে প্রমাণ করে দিচ্ছেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। সোশ্যাল মিডিয়াতে বরাবরই তিনি অ্যাক্টিভ। প্রতিটা অ্যাক্টিভিটির মধ্যে তিনি নিজেকে জড়িয়ে রাখেন পাশাপাশি তো রয়েইছে ভক্তদের সহযোগিতা। দেখতে দেখতে চলেই এসেছে স্বাধীনতা দিবস। আর এই বিশেষ দিনের কথা মাথায় রেখেই নয়া চমক নিয়ে হাজির অমিতাভ বচ্চন।
আরও পড়ুন-যশের ঘাড়ে উপুড় হয়ে শুয়ে এ কী করছেন মধুমিতা, গাঢ় রোম্যান্সে নজর আটকে নেটিজেনদের
আরও পড়ুন-'শারীরিক চাহিদা মেটাতে হতো একাধিক উচ্চবিত্তের', চাঞ্চল্যকর তথ্য ফাঁস হল পরীমণির বয়ানে
সম্প্রতি নিজের টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন অমিতাভ বচ্চন। যেখানে 'মেরা মন মেরা রাষ্ট্রগণ'-এর উদ্যোগেই জাতীয় সংগীত গাওয়ার এই বিশেষ মুহূর্তের ভিডিও টুইটারে আপলোড করেছেন বিগ বি। এবং সেখানে হ্যাশট্যাগ দিয়েছেন, 'MeraMaanMeraRashtragaan'। কলকাতার ইডেনে ভারত-পাক ম্যাচের আগে অমিতাভের গাওয়া জাতীয় সংগীত এখন নেটদুনিয়ায় ভাইরাল।
স্বাধীনতা দিবসের আগে বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনের এই ভিডিও এখন নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছ। বিশ্বকাপের অন্যতম সেরা লড়াইয়ের আগে ইডেনের মাঠে দাঁড়িয়ে ভারত-পাকিস্তানের ম্যাচে জাতীয় সংগীত পরিবেশন করেছিলেন অমিতাভ বচ্চন। একদিকে ভারত-পাকিস্তানে রুদ্ধশ্বাস লড়াই অন্যদিকে অমিতাভের গলায় জাতীয় সংগীত যেন বাড়তি পাওনার চেয়ে কম কিছু ছিল না।