সংক্ষিপ্ত

  • ইরফান খানের পর চিরতরে চলে গেলেন ঋষি কাপুর 
  • তাঁর মৃত্যুর খবর প্রথমে জানান অমিতাভ বচ্চন৷  
  • ঋষি কাপুরের হাসি আমাদের সকলের হৃদয়েই রয়ে যাবে চিরকাল 
  • তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাবুল সুপ্রিয় 


ফের এক লেজেন্ডকে হারাল ভারতীয় ফিল্ম। বুধবার ইরফান খানের পর চিরতরে চলে গেলেন ঋষি কাপুর। সঙ্কটজনক অবস্থায় বুধবারই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। আর অল্প সময়ের ব্য়বধানে সব শেষ। ঋষি কাপুরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাবুল সুপ্রিয়।

আরও পড়ুন, 'অমিতাভ নামক ঝড়ের সামনা-সামনি কেবল তিনিই করেছিলেন ', ঋষি কাপুরের মৃত্য়ুতে জানালেন টোটা রায় চৌধুরি


 বাবুল সুপ্রিয় জানিয়েছেন, 'ঋষি কাপুরজি ছিলেন এক সৎ, চার্মিং এবং পরিশ্রমী অভিনেতা। যার হাসি আমাদের সবার হৃদয়েই রয়ে যাবে চিরকাল। আমার হৃদয়, ঋষি কাপুর-তাঁর পরিবার এবং তাঁর ভক্তদের সঙ্গেই।' মুম্বইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। তবে শেষ রক্ষা হল না৷ তার মৃত্যুর খবর প্রথমে জানান অমিতাভ বচ্চন৷ তারপর পরিবারের পক্ষ থেকে সেই খবর নিশ্চিত করেন রণধীর কাপুর৷ 

 

 

আরও পড়ুন, 'অস্ট্রেলিয়াতে প্রত্য়েক সন্ধেবেলা ওনার থেকে মজার গল্প শুনতাম', ঋষি কাপুরের মৃত্যুতে স্মৃতির শহরে ঋতুপর্ণা

উল্লেখ্য়, গত বছর কর্কটরোগকে জয় করে স্ত্রী নিতুকে নিয়ে দেশে ফিরেছিলেন ঋষি কাপুর। ধীরেধীরে সুস্থও হয়ে উঠেছিলেন। কিন্তু মাসখানেক ঘুরতেই ফের অসুস্থ হয়ে পড়লেন বলিউডের প্রবীণ অভিনেতা। বুধবারই অভিনেতা ইরফান খান প্রয়াত হয়েছেন। আর তারই মাঝে  ঋষি কাপুরের চলে যাওয়ায় শোকের ছায়া সারা দেশে। 

আরও পড়ুন, 'আমার নতুন ছবি 'কয়েদখানা'তে অভিনয়ের কথা ছিল ইরফানের', অনেক অজানা কথা বললেন পরিচালক গৌতম ঘোষ