ক্যান্সারে প্রয়াত হলেন শাফিক আনসারী। অমিতাভ বচ্চন অভিনীত বাগবান ছবির চিত্রনাট্য লিখেছিলেন তিনি। ছোটপর্দায় জনপ্রিয় মুখ ছিলেন শাফিক।  

অমিতাভ বচ্চন এবং হেমা মালিনী অভিনীত বাগবান ছবির চিত্রনাট্যকার শাফিক আনসারীর মৃত্যুতে শোকের ছায়া বলিমহলে। ছোটপর্দাতেও তাঁকে ক্রাইম পেট্রল ধারাবাহিকে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। টেলিভিশনে ক্রাইম পেট্রল ছাড়াও অন্যান্য ধারাবাহিকেও দেখা গিয়েছিল তাঁকে।

আরও পড়ুনঃরাজ-শুভশ্রীর রিসেপশনে পার্টিতে নুসরতের উপস্থিতি, মিমির সঙ্গে সম্পর্কে চিড় ধরে অভিনেত্রীর

বেশ কয়েক বছর ধরে পাকস্থলীর ক্যান্সারে ভুগছিলেন শাফিক। মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। সিনটা অর্থাৎ সিনে অ্যান্ড টেলিভিশন আর্টিস্ট অ্যাসোসিয়েশনের অফিসিয়াল ট্যুইটার পেজ থেকে শাফিকের মৃত্যুর খবক প্রকাশ্যে আসে।

আরও পড়ুনঃমার্তৃদিবসে মেয়ের সঙ্গে নাচে মেতে উঠলেন ঋতুপর্ণা,পরিবারের সেরা মুহূর্ত পাঠালেন সুদূর সিঙ্গাপুর থেকে

Scroll to load tweet…

১৯৭৪ সালে সহ পরিচালক এবং লেখক হিসেবে বিনোদন জগতে পা রাখেন তিনি। সেখান থেকেই একের পর এক ছবিতে, ধারাবাহিকে কাজ করার সুযোগ হয় শাফিকের। দোস্ত, ইজ্জতদার, প্যায়ার ছুপকে ছুপকে, প্রতিজ্ঞা এবং দিল কা হারা ছবির চিত্রনাট্য লিখেছিলেন তিনি।

আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা