বলিউডে আসল সরূপ এবার সকলের সামনে কেন মরতে হল সুশান্তকে উত্তর খুঁজতে নেট দুনিয়ায় সরব তারকারা ফাঁস করলেন একাধিক অভিজ্ঞতার কথা 

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর একপ্রকার ঝড় উঠেছে বলিউডে। নিজের জীবন দিয়ে সুশান্ত আবারও মানুষকে কঠোর বাস্তবের মুখে ফেলে দিয়ে গেলেন অভিনেতা। বলিউডে এসে নিজের জায়গা করে নেওয়াটা যে কতটা প্রতিযোগিতার তা আরও একবার প্রমাণ হয়ে গেল। কোন পরিস্থিতিতে সুশান্ত ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে চলেছিলেন, তা ক্ষতিয়ে দেখতে এখন তৎপর গোটা দেশ। একে একে নিরবতা ভাঙছেন তারকারা। 

আরও পড়ুনঃ এক যোগে সাত প্রযোজনা সংস্থা বাতিল করেছিল সুশান্তকে, চারমাস আগেই দেওয়ালে ঠেকেছিল পিঠ

Scroll to load tweet…

সুশান্তের মৃত্যুর একদিনের মাথায় বলিউডের অন্দরমহল নিয়ে নিরবতা ভেঙেছেন কঙ্গনা রানাওয়াত। জানিয়ে ছিলেন, কীভাবে বলিউড ধীরে ধীরে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতে সক্ষম। স্টার কিড না হওয়ার মাসুল দিতে গিয়েই প্রাণ গিয়েছে সুশান্তের। সেই পথে হেঁটেই এবার বলিউডকে কাঠগোড়াতে দাঁড় করালেন রবিনা টান্ডন। জানালেন বলিউডে পা রেখে এমন পরিস্থিতির শিকার হতে হয়েছিলেন তাঁকেও। 

Scroll to load tweet…

সকলের মাঝে জায়গা করে নেওটা কতটা কঠিন, তা নিয়ে এবার নেট দুনিয়ায় সরব হলেন অভিনেত্রী। লিখলেন, প্রথমে একাধিক তারকা তাঁদের প্রেমিকারে তাঁকে ব্লক করে দিতেন। গার্ল গ্যাং-এর প্রসঙ্গ তুলে ধরে বলিউডকে তোপ হানতেন রবিনা। সুশান্তের যন্ত্রণা তিনিও উপলব্ধি করেছিলেন। বলিউডে নিজেকে ধরে রাখাটা এক কঠিন লড়াই। বলিউডের বংশদ্ভূত না হলে স্বপ্নপুরী মুহূর্তে পরিণত হতে পারে অভিশাপে।