ইরফান খানের মৃত্যুতে শোকের ছায়া বলিউডে। বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। ইরফানের মৃত্যুতে শোকপ্রকাশ করল বলিউড।

ইরফান খানের মৃত্যুতে শোকের ছায়া বলিউডে। ৫৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা। কোকিলাবেন ধিরুবাই অম্বানি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ইরফান। পরিচালক সুজিত সরকারের পোস্টের মাধ্যমে ইরফানের মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। বলিউডের সকল অভিনেতা অভিনেত্রীরা ইতিমধ্যেই ট্যুইটারে শোকপ্রকাশ করেছেন।

আরও পড়ুনঃ'আপামর সিনেমাপ্রেমী ভেবেছিলেন পান সিং তোমর ঠিক জিতবেন', ভালো থাকবেন ইরফান

অমিতাভ বচ্চন ট্যুইটে লিখেছেন, "সবেমাত্র খবরটা পেলাম। ইরফান খানের মৃত্যুর খবরটা মেনে নিতে পারছি না। অসাধারণ প্রতিভা, দারুন সহকর্মী, ওয়ার্ল্ড সিনেমায় তাঁর অবদান অনস্বীকার্য। খুব তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেলেন। প্রার্থনা রইল।"

আরও পড়ুনঃ'ইরফান খান চিরকাল বেঁচে থাকবেন তাঁর কাজের মধ্য়ে দিয়ে', জানালেন ঋতুপর্ণা

Scroll to load tweet…

অজয় দেবগণ নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে লিখেছেন, "মনটা ভেঙে যাচ্ছে খবরটা শোনার পর। এই ক্ষতির কোনও মেরামত কখনও হবে না। ইরফান খানের পরিবারের জন্য প্রার্থনা করছি।"

Scroll to load tweet…

সোনম কাপুর আবেগপ্রবণ পোস্টে লিখেছেন, "যেখানেই আছেন শান্তিতে থাকুন। আপনার জানেন না, আমার অত্যন্ত খারাপ সময় কীভাবে আপনি আমার পাশে থেকেছেন।"

আরও পড়ুনঃ'বাবার ইচ্ছে ছিল কিছু হাতের কাজ শিখুক ইরফান', অভাব আসবে না কোনও দিন

Scroll to load tweet…

শাবানা আজমি শোকপ্রকাশ করে জানিয়েছেন, "ইরফান খানের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। খুব তাড়াতাড়ি চলে গেলে ইরফান। অভিনয়ের এমন ক্ষমতা আমি আগে কমই দেখেছি। কী অদম্য শক্তি নিয়ে ক্যান্সারের সঙ্গে লড়লেন অভিনেতা। তাঁর পরিবার এবং বিনদন জগতের বড়ো ক্ষতি হয়ে গেল।"

Scroll to load tweet…

আরও পড়ুনঃধূসর চরিত্র থেকে বলিউডের অন্যতম সেরা নায়ক, ইরফানের সেরা ছবিগুলি একনজরে

Scroll to load tweet…

আরও পড়ুনঃগর্ভধারিনীর মৃত্যুর পরেই ভর্তি হতে হয়েছিল আইসিইউতে, মা-ছেলের ফের দেখা হল জীবনের ওপারে

Scroll to load tweet…

এছাড়াও তাপসী পান্নু, সঞ্জয় সুরি, রঙ্গনাথন মধূবন, সঞ্জয় গুপ্তা, অনুপম খের, রবীনা টন্ডন, জনি লিভার, বনি কাপুর সহ অনেকেই ট্যুইটারে শোকজ্ঞাপন করেছেন।