সিদ্ধার্থ শুক্লা, সুশান্ত সিং রাজপুতের মতই অকালে চলে গেলেন এই অভিনেতা। চোখের জলে ভাসছে গোটা সেলেব মহল। বৃহস্পতিবার সকালে সামনে উঠে আসা হঠাৎ এই খবরে নেট দুনিয়ায় ঝড়। চোখ জলে ভাসছে টিনসেল টাউন। সেলেবদের শোকবার্তায় ভরছে নেটদুনিয়ার পাতা। 

সিদ্ধার্থ আর নেই, পর্দায় রঙিন হয়ে থাকা প্রেমকাহিনি, কিংবা কোনও ধারাবাহিকের টিআরপি তুঙ্গে রাখা অভিনেতা আজ সাদা কালোর স্মৃতিতে অতীত। একরাতের মধ্যে সব যেন পাল্টে গেল। এখনও অভিনেতার মরদেহ কুপার হাসপাতালে রাখা। সিদ্ধার্থ শুক্লা, সুশান্ত সিং রাজপুতের মতই অকালে চলে গেলেন। চোখের জলে ভাসছে গোটা সেলেব মহল। বৃহস্পতিবার সকালে সামনে উঠে আসা হঠাৎ এই খবরে নেট দুনিয়ায় ঝড়। চোখ জলে ভাসছে টিনসেল টাউন। সেলেবদের শোকবার্তায় ভরছে নেটদুনিয়ার পাতা। 

Scroll to load tweet…

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সলমন খান লেখেন, বড্ড তারাতারি চলে গেলে সিদ্ধার্থ, তোমায় আমরা খুব মিস করব। পরিবারের প্রতি শোকবার্তাজ্ঞাপন করেন তিনি। 

পরিবার-বন্ধুবর্গ ও ভক্তদের প্রতি সমবেদনা জানিয়ে সিদ্ধার্থ শুক্লার মৃত্যুতে পোস্ট করেন করিনা কাপুর খান। 

একইভাবে সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা শেয়ার করেছেন অনুষ্কা শর্মা। তিনিও এদিন সমবেদনা জানান সিদ্ধার্থের পরিবারের প্রতি। 

View post on Instagram

ওর মুখের হাসি দিয়ে আমাদের সকলের মন জয় করে রেখেছে সিদ্ধার্থ। অভিনেতার প্রয়াণে শোকবার্তা কার্তিক আরিয়ানের। 

Scroll to load tweet…

ভয়ানক, এই সংবাদ মেনে নেওয়ার নয়, সিদ্ধার্থের মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের।