প্রয়াত হলেন ভিরু কৃষ্ণান
খবর পাওয়া মাত্রই শোক প্রকাশ করলেন বিটাউন
টুইট করে শ্রদ্ধা জানালেন লারা দত্ত
হাত ধরেই নাচ শিখেছি, জানালেন প্রিয়ঙ্কা
নব্বইয়ের দশকের অন্যতম অভিনেতা, তথা নৃত্যকার ভিরু কৃষ্ণান শনিবার মুম্বইতে শেয নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়া মাত্রই শোকস্তব্ধ বলিউড। বর্তমানে বলিউডের প্রথম সারিতে থাকা অভিনেত্রীদের মধ্যে অধিকংশকেই হাতে ধরে তৈরি করেছিলেন তিনি। কাউকে শিখিয়েছিলেন নাচ, কত্থক, কাউকে আবার পড়িয়েছিলেন নিয়মানুবর্তীতার পাঠ।
আরও পড়ুনঃ ৮৬-তেও আশা জাদু, বলিউডের অভিনেতার সঙ্গে তাল মিলিয়ে গাইলেন 'যানে যা ঢুন্ডতা'
আমির খানের সঙ্গে হামেশাই পর্দায় দেখা যেত এই অভিনেতাকে। একের পর এক ছবিতে অনবদ্য পার্শ্ব চরিত্রে অভিনয় করে নিজের এক ভিন্ন পরিচিতি তৈরি করেছিলেন ভিরু কৃষ্ণান। আকেলে হাম আকেলে তুম, ইসক, রাজা হিন্দুস্তানি, দুলহে রাজা প্রভৃতি ছবিতেই তিনি ছিলেন অনবদ্য।
You taught me to dance when I was two left feet. Your patience and passion for dance was so infectious that each one of us not only learned Kathak, but so much more from you. You will always be remembered Guruji. 🙏 #panditveerukrishnan https://t.co/pfQerVQgby
— PRIYANKA (@priyankachopra) September 7, 2019
বলিউড অভিনেত্রীরা এক কথায় তাঁকে গুরুজি বলেই ডাকতেন। সোশ্যাল মিডিয়ার পাতায় গুরুজিকে হারিয়ে শোকজ্ঞাপন করলেন প্রত্যেকেই। এদিন প্রিয়ঙ্কা চোপড়া লিখলেন, আপনি আমায় নাচ শিখিয়েছেন, নাচের জন্য ধৈর্য্য ও একাগ্রতাও তৈরি করেছেন আপনি। কত্থক শিখেছি আপনার থেকেই। আপনাকে সারা জীবন মনে রাখব গুরুজি।
আরও পড়ুনঃ বৃষ্টির মধ্যে সাইকেল চালিয়ে কোথায় গেলেন সলমন, নেট দুনিয়ায় ভাইরাল ভিডিও
খবর পাওয়া মাত্র একই সুরে টুইট করলেন লারা দত্তও। লিখলেন খবর পেয়ে খুব দুঃখিত হলাম। কত্থকের জন্য তিনি ছিলেন একটা প্রতিষ্ঠান। তারকাদের সঙ্গে একই সুরে শোক প্রকাশ করেন ভক্তরাও।
This is very sad news indeed. Prayers and heartfelt condolences to Guruji’s family. He really was an institution & his passion for kathak and patience with his students made him an exemplary teacher. #RIP #panditveerukrishnan https://t.co/LDoSh3Ok6G
— Lara Dutta Bhupathi (@LaraDutta) September 7, 2019
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Sep 8, 2019, 3:34 PM IST