সংক্ষিপ্ত

  • সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে অযথা মাতামাতি বন্ধ হোক
  • তাঁর মৃত্যু নিয়ে কীসের এত কাটাছেঁড়া
  • প্রশ্ন তুললেন হিন্দির টেলি অভিনেত্রী দলজিৎ কৌর
  • সুশান্তের পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতেও অনুরোধ করেন তিনি

আজীবন সকলের মনে থাকবে এই গোটা বছর। মহামারী, ঘুর্ণিঝড়, ভূমিকম্প, মৃত্যু, একের পর এক তারকার মৃত্যু। কিছুই বাদ যাচ্ছে না এই বছর। একাকিত্ব এমনভাবে এক প্রাণোচ্ছল ছেলেকে গ্রাস করবে তা দুঃস্বপ্নেও ভাবেনি কেউ। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে দেশে যেন এক ভিন্ন জোয়ার এনে দিয়েছে। বলিউডের প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে নেটিজেনরা। সলমন খান, করণ জোহার, একতা কাপুর, সঞ্জয় লীলা বনশালী, মহেশ ভাটকে সুশান্তের মানসিক অবসাদের জন্য দায়ী করা হয়েছে। 

আরও পড়ুনঃসিদ্ধার্থের সঙ্গে করণের ঘনিষ্ঠতা, 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার'-এ হিরোর জায়গা পেতে 'আপোষ' করেন অভিনেতা

অনেকের মতে, সুশান্তের মৃত্যু আত্মহত্যা নয়, পরিকল্পিত খুন। সেই নিয়েই তোলপাড় হয়ে চলেছে সোশ্যাল মিডিয়া। এবার সুশান্তের মৃত্যু নিয়ে প্রশ্ন তুললেন হিন্দি টেলি অভিনেত্রী দলজিৎ কৌর। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সুশান্তের মৃত্যু নিয়ে নানা তথ্য প্রকাশ্যে আসছে। এগুলি খুব শীঘ্রই বন্ধ করা উচিত। কারণ তাঁর পরিবার এখনও এই দুঃখ থেকে বেরতে পারেনি। তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে অন্তত সকলের চুপ থাকাই শ্রেয়। 

আরও পড়ুনঃ'সলমনকে দেখলেই ভয় লাগে', ভাইজানের সঙ্গে কাজ না করেই কেন এমন মন্তব্য করেন পাকিস্তানি নায়িকা

View post on Instagram