- হানি সিংয়ের 'ফার্স্ট কিস'র ভিডিও ভাইরাল হল ইউটিউব
- ইপ্সিতার সঙ্গে 'প্রথম চুম্বন'এ মাতলেন বলিউডের ব়্যাপার
- সদ্য মুক্তিপ্রাপ্ত গানটি সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল
- ফের নিজের জায়গা পাকাপোক্ত করতে এগিয়ে এসেছেন হানি সিং
হানি সিং এক সময় ছিলেন বলিউডের ব়্যাপার রাজপুত্র। প্রায় প্রতিটি ছবিতেই তাঁর গান থাকত বাঁধাধরা। তবে বাদশাহ, রাফতার, টোনি কক্করের আগমণের পর থেকেই হানি সিংয়ের নাম আকাশে ক্রমশ মিশে গিয়েছেন। তবে কামব্যাক করেছেন নিজের অদম্য চেষ্টায়। সম্প্রতি ভাইরাল হলেন নিজের নতুন গানের কারণে। ইপ্সিতার সঙ্গে তাঁর 'ফার্স্ট কিস' ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। ইউটিউবে এক নম্বর ট্রেন্ডিংয়ে উঠে এসেছে গানটি।
বহুদিন পর ভক্তরা সেই পুরনো হানি সিংকে খুঁজে পেল। সেই ব়্যাপিং, চার্টবাস্টার, পেপি নম্বর পেয়েই ভীষণই আনন্দিত সকল দর্শক। ইতিমধ্যে গানটি ইউটিউবে ভিউজ ছাড়িয়েছে ৩৬ মিলিয়নেরও বেশি। এক নম্বর স্থানে ট্রেন্ড করছে 'ফার্স্ট কিস।' হানি সিংয়ের ভক্তদের কথায়, গানটি এত কম সময় ভাইরাল হয়েছে কেবলমাত্র হানি সিংয়ের কামব্যাকের জন্যই। টি সিরিজের ব্যানারে ভূষণ কুমারের প্রযোজনায় তৈরি হয়েছে এই গানটি।
পপ দুনিয়ার লাভ সংয়ের মতই হল 'ফার্স্ট কিস'। গানটি অতিরিক্ত ভাইরাল হয়েছে নতুন প্রজন্ম, বিশেষত টিনেজারদের মধ্যে। ইউটিউব প্রায় ক্র্যাশ করতে বসেছে এই গানের জন্যই। ইউটিউবের কমেন্ট সেকশনে অনুরাগীরা লিখেছে, "হানি সিং, একটা নাম নয়, এটা একটা ব্র্যান্ড।" এছাড়াও লিখেছে, যতই বাদশা, টোনি আসুক না কেন হানি সিংয়ের জায়গাটি অত্যন্ত স্পেশ্যাল। সেখানে কারও পক্ষেই জায়গা দেওয়া সম্ভব নয়।
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Nov 28, 2020, 8:05 PM IST