দেহরক্ষীর জন্মদিন বলে কথা নিজে দাঁড়িয়ে থেকে কেক কাটালেন ভাইজান কিন্তু কেক দিতেই এ কী করলেন সলমন  মুহূর্তে ভাইরাল ভিডিও 

বডিগার্ড, শব্দটা খুব একটা নতুন নয় সলমন খানের কাছে। ছবির প্রেক্ষাপট হোক বা বাস্তব জীবন, একদিকে তাঁকে ঘিরে থাকা সর্বক্ষণের বেশ কিছু বিশ্বস্ত মানুষ, অন্য দিকে পর্দায় করিনাকে আগলে রাখার সময় সলমন খানের আবেগ, এক কথায় দুই খুব চেনা ভাইজানের কাছে। তবে সেই মানুষটারই জন্মদিনে এমন কেন করলেন ভাইজান। ভিডিও ফাঁস হতেই প্রশ্ন নেট দুনিয়ায়। 

আরও পড়ুনঃ ক্যামেরা ঢাকতেই বদলে গেল পোশাক, 'Cutie Pie'-এর সঙ্গে একান্ত সময় কাটাতে সৈকতে প্রিয়াঙ্কা

সম্প্রতি কোভিডের জন্য সেলিব্রেশনের পাট গিয়েছে চুকে। সামাজিক দুরত্ব বজায় রেখেই একে অন্যের আনন্দ উৎসবে সামিল হওয়া। সলমনও ঠিক তেমনটাই করেছিলেন। নিজের দেহরক্ষীর জন্মদিনে নিজেই হাজির থাকলেন। উপস্থিত ছিল তাঁর টিমের সব সদস্য রাই। মুখে মাস্ক পরে কেকও কাটলেন ভাইজানের বডিগার্ড। সামনে দাঁড়িয়ে সলমন, সন্মান দিতে একটুকরো কেক কেটে বাড়িয়ে দিলেন তাঁর দিকে...

View post on Instagram

সলমন মুখের কাছে নিয়েও সেই কেক ফিরিয়ে দিলেন। কেক খাওয়াটাও অভিনয় করেই দেখিয়ে দিলেন। টিমের সকলেই হেসে ম্যানেজ দিলেও নেটিজেনদের বিষয়টা খুব একটা পছন্দ হয়নি। যদিও কোভিডের সময় জন্মদিনের কেক সকলে মিলে খাওয়াটা কখনই কাম্য নয়। তাই তাতে কামড় বসাননি হয়তো সলমন, কিংবা হতে পারে কড়া ডায়েট। কারণ যাই হোক না কেন, বর্তমানে এই ভিডিও নেট পাড়ায় ভাইরাল।