এই মুহূর্তে হৃধন এবং হ্রিহান দুজনেই রীতিমত সবার পছন্দের  পাপারাজ্জির তোলা ছবির জন্য় এখন সেলেব সন্তানরাও বিখ্য়াত তবে অনেকসময় তাদের পক্ষে এটা বেশ অস্বস্তিকর হয়ে ওঠে কিন্তু  হৃধন এবং হ্রিহান এদের সকলের থেকেই যে আলাদা  

ভারতীয় ছবিতে আর দশটা পরিবারের থেকে অনেকটাই আলাদা রোশন পরিবার। বিশেষ করে হৃতিক তাঁর ছেলে হৃধন এবং হ্রিহানকে নিয়ে খুবই ভাল দিন কাটাচ্ছেন। আর এই মুহূর্তে হৃধন এবং হ্রিহান দুজনেই রীতিমত সবার পছন্দের। সোশ্য়ালমিডিয়ার আর পাপারাজ্জির দৌলতে তাঁরাও এখন জনগণের নজরে। 

View post on Instagram

আরও পড়ুন, প্রকাশ্যে হাউ হাউ করে কেঁদে ফেললেন আলিয়া, জানুন কেন

একদিকে ভারতে পাপারাজ্জির তোলা ছবির মাধ্য়মে তারকাদের বাচ্চারাও এখন ইন্টারনেটে প্রচারিত হয়। কিন্তু পাপারাজ্জির নিজের ক্য়ারিয়ারের জন্য় অনেকসময় সেলেব সন্তানদের পক্ষে বেশ অস্বস্তিকর হয়ে ওঠে।

View post on Instagram

আরও পড়ুন, হাতে মাত্র কয়েকটা দিন, ইতিমধ্যে মিরজাপুর সিজিন ২-এর প্লট ঘিরে জল্পনা তুঙ্গে

বলিউডের অনেকেই আবার চান তাদের সন্তানরা অন্তত শৈশব কাটাক ক্য়ামেরার বাইরে। তবে হৃতিক রোশন এদের সকলের থেকেই যে আলাদা। তাই তিনি জানিয়েছেন, তার সন্তানরা জানে যে ফটোগ্রাফগুলি শুধুই তাদের কাজ করছে। তাঁর ছেলেদের নিয়ে এখন পর্যন্ত কোনও সমস্যা হয়নি। তাই হৃতিকের কোনও অভিযোগও নেই।