Asianet News BanglaAsianet News Bangla

একই ফ্রেমে আলিয়া-অনুষ্কা-ক্যাটরিনা, নতুন গানে বলিউডের সাত নায়িকা

  • নয়া গানে এবার তাক লাগালেন বলিউডের সাত নায়িকা
  • একই ফ্রেমে অনুষ্কা-আলিয়া-কিয়ারা
  • মুহূর্তে গান ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়
  • ১৩ মার্চ ছবির মুক্তি
In a single frame 7 bollywood actress seen together
Author
Kolkata, First Published Mar 5, 2020, 6:32 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

পর্দায় একই ফ্রেমে এই তারকাদের পাওয়া দায়। একটি ছবিতে এক বা দুই, কোনও কোনও ক্ষেত্রে তিন নায়িকাকে পেয়ে থাকেন দর্শকেরা। এবার সেই তালিকাতে নাম লেখালেন সাত তারকা। তবে ছবিতে নয়। ছবির একটি গানে। সম্প্রতি প্রকাশিত হল আঙ্গরেজি মিডিয়াম ছবির গান। সেখানেই দেখা মিলল একই সঙ্গে একাধিক বলিউড তারকার। 

আরও পড়ুন-সফরে করোনা আতঙ্ক, মুখে মাস্ক পড়ে ইউরোপ পাড়ি প্রভাসের

আরও পড়ুন-মেয়ের সঙ্গে টক্করে এগিয়ে তনুজা, ৭৬-এ দাঁড়িয়েও মনোকিনিতে পোজ বর্ষীয়ান অভিনেত্রীর

ইরফান খান ও করিনা কাপুর অভিনীত ছবি আঙ্গরেজি মিডিয়াম এক কথায় বহু প্রতিক্ষিত ছবি। ইতিমধ্যেই ছবির ট্রেলার মুগ্ধ করেছে দর্শকদের। এবার খবরের শিরোনামে নাম লেখাল ছবির গান। প্রকাশ্যে এল কুড়ি নু নাচনে দে গানের ভিডিও। সেখানেই দেখা গেল আলিয়া ভট্ট, অনুষ্কা শর্মা, ক্যাটরিনা কাইফ, কৃতী শ্যানন, কিয়ারা আডবানী, জাহ্নবী কপূর ও অনন্যা পাণ্ডে।

 

আরও পড়ুন-কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন বলিউডের এই অভিনেত্রী, বিস্ফোরক মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া

এই গানেই দেখা মিলল রাধিকা মদনের। গান মুক্তি পাওয়ার পরই তা নেট দুনিয়ায় মুহূর্তে ভাইরাল। গানটি শেয়ার করে ইরফান পোস্ট দিলেন, এমনভাবে নাচুন যেন আপনাকে কেউ দেখছে না। গানটির সুর দিয়েছেন সচিন-জিগর, গানটি গেয়েছেন বিশাল দাদলানি। মুহূর্তে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ল এই গানের ভিডিও। হাতে মাত্র আর কয়েকটা দিন। ১৩ মার্চ মুক্তি পাবে এই ছবি। 

Follow Us:
Download App:
  • android
  • ios