সংক্ষিপ্ত

  • লকডাউনে বোর হচ্ছেন অধিকাংশ মানুষ।
  • মনোরঞ্জনের জন্য সোশ্যাল মিডিয়া ছাড়া কোনও উপায় নেই।
  • সেই উপায়কে কাজে লাগিয়ে ভক্তদের বিনোদন যোগালেন টাইগার শ্রফ।

করোনা আতঙ্কে দিনের পর দিন কাটাচ্ছে গোটা বিশ্ব। ভারতে আক্রান্তের সংখ্যা ছাঁড়াতে চলেছে দেড় হাজারেরও বেশি। সরকারের তরফ থেকে লকডাউনের সময়সীমা বেড়ে হয়েছে ২১ দিন। জানা যাচ্ছে এপ্রিলের ৩০ তারিখ পর্যন্ত হতে পারে লকডাউন। এরই মধ্যে দিনের পর দিন সতর্কবার্তা জারি করে চলেছে সরকার। সতর্ক করছেন তারকারাও। বিনোদন জগৎ সকলকে সতর্ক করার এই বিষয় যথেষ্ট উদ্যোগ নিয়েছেন। নিত্যদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জনসাধারণকে লকডাউনের গুরুত্ব বোঝানোর চেষ্টা করছেন।

আরও পড়ুনঃঅন্তর্বাস ছাড়াই ফিনফিনে ম্যাক্সিতে মালাইকা, নায়িকাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল

আরও পড়ুনঃঅবিলম্বে নামাতে হতে সেনা, করোনার প্রকোপ থেকে বাঁচার উপায় বাতলালেন ঋষি কাপুর

করোনা আতঙ্কে গোটা বিশ্বে লকডাউন। বন্ধ হয়ে গিয়েছে বিনোদন জগতের সমস্ত মাধ্যমের শ্যুটিং। যার কারণে সবচেয়ে বেশি হতাশ হয়েছেন সিনে ও সিরিয়াল প্রেমীরা। তাদের পছন্দের সমস্ত ধারাবাহিকের এখন বন্ধ এবং প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখাও বন্ধ। পুরনো এপিসোড গুলোই সম্প্রচারিত করা শুরু হয়ে গিয়েছে। এবং অনলাইনে মুভি দেখা ছাড়া আর কোনও উপায় নেই। অভিনেতা-অভিনেত্রীরা লকডাউনের মাঝেই শুরু করে দিয়েছেন ভক্তদের মনোরঞ্জন করা। 

 

View post on Instagram
 

আরও পড়ুনঃলক ডাউনে রাজ-শুভশ্রীকে বিনোদনের যোগান দিচ্ছে কে, ছবি শেয়ার করলেন দম্পতি

যেমন টাইগার শ্রফের নাচের একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়। সম্প্রতি মিঠুন চক্রবর্তীর ডিস্কো ডান্সার গানটির রিমিক্সে টাইগার শ্রফ নেচেছেন। যা নিমেষে ভাইরাল হয়েছে। তাঁর ভক্তরা গানটির চ্যালেঞ্জে নিয়েও সোশ্যাস মিডিয়ার ময়দানে নেমেছিল। এখন সেই গানেই নেচে ফের ভাইরাল হলেন টাইগার।

আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা