সংক্ষিপ্ত
- নাচের পাশাপাশি গানেরও দক্ষতা রয়েছে তার
- তিনি যে গান গাইতে পারেন তা এতদিন অনেকেরই অজানা ছিল
- নিজের ইনস্টাগ্রামে সেই গানের ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী
- মুহূর্তের মধ্যে তার এই গান ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়
আরও পড়ুন-সারা গায়ে-মুখে সাবানের ফেনা, লকডাউনে ভাইরাল ঋতুপর্ণার স্নানের ছবি...
নাচতে বরাবরই ভালবাসেন অভিনেত্রী মনামী। তাই এতদিন বাদে সময় পেয়ে সেই ভালবাসাকেই আবারও জাগিয়ে তুলেছেন অভিনেত্রী। কিন্তু তাই বলে গান। তিনি যে গান গাইতে পারেন তা এতদিন অনেকেরই অজানা ছিল। এবার গান গেয়ে তা সকলকে জানালেন অভিনেত্রী। 'ম্যায় কউ অ্যায়সা গীত গাও কি আরজু জাগাউ'-এই গানেই গলা মিলিয়ে এবার ভাইরাল হলেন অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রামে সেই গানের ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। দেখে নিন ভিডিওটি।
হোম কোয়ারেন্টাইনে একের পর এক নাচের ভিডিও শেয়ার করেই চলেছেন অভিনেত্রী। গৃহবন্দি দশায় মনামী গেঁদাফুল ভিডিও নজর কেড়েছে ভক্তদের।গান নিয়ে বিতর্ক, সমালোচনা ক্রমশই যেন বেড়েই চলেছে। তবে এই সবকিছু বাদ দিয়েও গানটি বেশ রমরমিয়েই বেজে চলেছে সকলের মুখে। বহুল চর্চিত গানের সঙ্গে কোমর দুলিয়ে পুরুষের হৃদয়ে হিল্লোল তুললেন অভিনেত্রী।
পরণে হলুদ শাড়ি, কপালে টিপ, আর খোলা চুলে চোখের ইশারা আর কোমরের ভাঁজেই কাত হয়েছে আট থেকে অষ্টাদশী। নিজের মতো করেই গানের তালে জমিয়ে নেচেছেন অভিনেত্রী। ছিপছিপে মেদহীন টানটান চেহারায় নিজেকে এখনও ধরে রেখেছেন। বয়স বাড়লেও শরীরে তা প্রকাশ পায়নি এতটুকুও। 'আঁখি ওসে গোলি মারে' স্টাইলে চোখ মেরে সকলের রাতের ঘুম কেড়েছেন অভিনেত্রী। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে নিজের নাচ আপলোড করেছেন অভিনেত্রী। করোনা আতঙ্কে প্রত্যেকেই গৃহবন্দি। ইতিমধ্যেই বহু ছবির শ্যুটিং বন্ধ হয়ে গেছে। এহেন পরিস্থিতিতে বিনোদনের রসদ নিয়ে হাজির মনামী। বাদশার এই গানের সঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছেন বলি অভিনেত্রী জ্যাকলিন। জ্যাকলিন মানেই শরীরী হিল্লোল জাগানো আবেদনময়ী। তার উপর বঙ্গ ললনার রূপে ধরা দিয়েই সকলকে কাবু করেছেন তিনি। স্বপ্না চক্রবর্তীর বিখ্যাত গান 'বড় লোকের বেটি গো লম্বা লম্বা চুল'-নয়া মোড়কের এই গানের তালে নেচে ভাইরাল হয়েছেন বাঙালির বঙ্গললনা।
আরও পড়ুন-লাগাতার নমুনা পরীক্ষাতেই সামনে এল চাঞ্চল্যকর তথ্য, চিন্তা বাড়াচ্ছে আইসিএমআর এর গোষ্ঠী সংক্রমণের ইঙ্...
আরও পড়ুন-করোনাভাইরাস হটস্পট, হৃৎস্পন্দন বাড়িয়ে দিচ্ছে ভারতের এই ৬ শহর...
আরও পড়ুন-করোনার জেরে স্থগিত হয়ে গেল অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশের টেস্ট সিরিজ...