সংক্ষিপ্ত


আজ জন্মাষ্টমী।  সারা দেশ জুড়ে পালিত হবে জন্মাষ্টমী। ইতিমধ্যেই তোড়জোড় চলছে জোরকদমে। শুধু ভারতেই নয়, সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের অনুগামী ও বিশ্বাসী। হিন্দুধর্মের বারো মাসে তোরো পার্বনের মধ্যে জন্মাষ্টমী হল অন্যতম প্রধান উৎসব।  তবে যে কোনও অষ্টমী তিথিকে খুব একটা শুভ দিন বলে মানা হয় না।  গোকূলে দেবকীর অষ্টম গর্ভে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টম দিনে বা অষ্টম তিথিতে জন্ম হয় কৃষ্ণের। এই জন্মাষ্টমী তিথির আর এক নাম গোকূল অষ্টমী। তারপর থেকেই সারা ভারতবর্ষে  প্রতি বছর এই জন্মাষ্টমীর গুরুত্ব বাড়তে শুরু করে। সারা দেশ জুড়ে পালিত হবে কৃষ্ণের জন্মোৎসব। মধ্যরাত্রিতে কৃষের জন্মাষ্টমী পালন করা হবে। জন্মাষ্টমীর মহোৎসবে বলিউডের পাঁচটি গান যা আপনাকে অবশ্যই শুনতে হবে, প্লে লিস্টের প্রথমেই রাখুন কৃষ্ণের এই পাঁচ গান।


আজ জন্মাষ্টমী।  সারা দেশ জুড়ে পালিত হবে জন্মাষ্টমী। ইতিমধ্যেই তোড়জোড় চলছে জোরকদমে। শুধু ভারতেই নয়, সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের অনুগামী ও বিশ্বাসী। হিন্দুধর্মের বারো মাসে তোরো পার্বনের মধ্যে জন্মাষ্টমী হল অন্যতম প্রধান উৎসব।  তবে যে কোনও অষ্টমী তিথিকে খুব একটা শুভ দিন বলে মানা হয় না।  গোকূলে দেবকীর অষ্টম গর্ভে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টম দিনে বা অষ্টম তিথিতে জন্ম হয় কৃষ্ণের। এই জন্মাষ্টমী তিথির আর এক নাম গোকূল অষ্টমী। তারপর থেকেই সারা ভারতবর্ষে  প্রতি বছর এই জন্মাষ্টমীর গুরুত্ব বাড়তে শুরু করে। সারা দেশ জুড়ে পালিত হবে কৃষ্ণের জন্মোৎসব। মধ্যরাত্রিতে কৃষের জন্মাষ্টমী পালন করা হবে। জন্মাষ্টমীর মহোৎসবে বলিউডের পাঁচটি গান যা আপনাকে অবশ্যই শুনতে হবে, প্লে লিস্টের প্রথমেই রাখুন কৃষ্ণের এই পাঁচ গান।

'ওহ কিসনা হ্যায়' (কিসনা) : ২০০৫ সালে মুক্তি পাওয়া 'কিসনা' ছবির 'ওহ কিসনা হ্যায়' গানটি এখনও মানুষের মুখে মুখে। গায়ক সুখবিন্দর সিং তার সুরেলা কণ্ঠে এই গানটি গেয়েছেন এবং অভিনেতা বিবেক ওবেরয় এবং ইশা শেরভানির ছবিতে অভিনয় করেছেন । গানটির সঙ্গীত পরিবেশন করেছেন ইসমাইল দরবার এবং গানটির সুর করেছেন জাভেদ আখতার।

 

YouTube video player

 

'রাধা ক্যায়সে না জালে' (লাগান):  লাগান ছবির বিখ্যাত গান 'রাধা কায়সে না জালে' আজও অনেকের প্লে-লিস্টে রয়েছে। ছবির পাশাপাশি এই বিশেষ গানটিও দর্শকদের মুগ্ধ করেছিল যখন 'লাগান' ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 'রাধা ক্যায়সে না জলে' গানটি মানুষের হৃদয়ে বিশেষ জায়গা করে নেয়। আমির খান এবং গ্রেসি সিং সমন্বিত, গানটি গেয়েছিলেন লতা মঙ্গেশকর এবং উদিত নারায়ণ। গানটির সঙ্গীত দিয়েছেন অস্কার বিজয়ী সুরকার এ আর রহমান এবং লিখেছেন জাভেদ আখতার।

 

YouTube video player

 

'গো গো গোবিন্দ' (ওহ মাই গড) :  ২০১২ সালে মুক্তি পাওয়া ছবি 'ওহ মাই গড' ছবির 'গো গো গোবিন্দ'  গানটিও  জন্মাষ্টমী গান। দহি হান্ডির সময় লোকেরা এই গানে উৎসাহ ও উদ্দীপনার সাথে নাচে। প্রভু দেবা এবং সোনাক্ষী সিনহার এই গানটি আজ অনায়াসেই শুনতে পারেন। 'গো গো গোবিন্দ' গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল এবং আমান ত্রিখা।

 

YouTube video player

 

'যশোদা কা নন্দলালা' (সংযোগ) : ১৯৮৫ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্র 'সংযোগ'-এর 'যশোদা কা নন্দলালা' গানটি তার ছেলের প্রতি মায়ের ভালোবাসাকে চিত্রিত করেছে। বিখ্যাত এই গানটি গেয়েছেন লতা মঙ্গেশকর। সংযোগ সিনেমাতে অভিনয় করেছেন জিতেন্দ্র, জয়াপর্দা এবং বিনোদ মেহরা। 'যশোদা কা নন্দলালা' গানটিও জন্মাষ্টমীর দিন অবশ্যই শুনুন।

 

YouTube video player

 

'মাছ গয়া শট সারি নাগরী ম্যায়' (খুদ্দর) : এই সুপারহিট গানটি ১৯৮২ সালের মুক্তি পাওয়া ছবি 'খুদ্দর'-এর। মুম্বাই, মহারাষ্ট্রে কীভাবে 'দহি হান্ডি' উদযাপন করা হয় তার একটি চমৎকার উদাহরণ এই গান। অমিতাভ বচ্চন এবং পারভিন বাবি অভিনীত  'খুদ্দর'- ছবির এই গানটিতে অসাধারণ মজা দেখানো হয়েছে। গানটিতে গেয়েছেন লতা মঙ্গেশকর ও কিশোর কুমার।

 

YouTube video player

আরও পড়ুন-'ব্রা' ছাড়াই ব্যাকলেস রাফেল ড্রেসে তাক লাগালেন উরফি, 'কিউট' বলল নেটিজেনরা

আরও পড়ুন-'বড়সড় ষড়যন্ত্রের শিকার জ্যাকলিন', ২১৫ কোটির প্রতারণা মামলায় মুখ খুললেন আইনজীবী

আরও পড়ুন-সহবাসে মজে সিদ্ধার্থ-কিয়ারা, বিয়েতে আমন্ত্রণ না পেলে কষিয়ে থাপ্পড় মারার হুমকি দিলেন করণ, কিন্তু কেন?