সংক্ষিপ্ত
- ক্রমেই বেড়ে উঠছে প্রতিবাদের আগুন
- কোন পথে এগোচ্ছে তদন্ত
- তদন্তের মাঝেই মুখ খুলল মুম্বই পুলিশ
- জানালেন সকলকে আস্থা রাখার কথা
১৪ জুন, সকালে হঠাৎই খবর আসে, প্রয়াত সুশান্ত সিং রাজপুত, হতবাক হয়েছিল গোটা দেশ। এও কী সম্ভব, মাত্র ৩৪ বছর ব.সে বলিউডে সাফাল্য লাভ করার পরও কেন এভাবে চলে যেতে হল সুশান্তকে। রবিবার দুপুর থেকেই উষ্ণহাওয়া বইতে শুরু করে নেট-পাড়া। একে একে তোপের শিকার হতে থাকে বলিউডের নেটিজেনেরা। প্রকাশ্যে মুখ খুলতে নারাজ ছিলেন অনেকেই। একশ্রেণীর মানুষ একপ্রকার তদন্তই শুরু করে দিয়েছিলেন কীভাবে মৃত্যু হয়েছে সুশান্তের!
আরও পড়ুনঃ কোনও অস্বাভাবিকতা কি চোখে পড়েছিল, পুলিশি জেরার মুখে সুশান্তের শেষ ছবির নায়িকা
সব জল্পনার অবসান ঘটিয়ে এবূার সুশান্তের মৃত্যু ঘিরে মুখ খুলল খোদ মুম্বই পুলিশ। টানা ১৪ দিনে কোন পথে তদন্ত তা জানিয়ে ডেপুটি কমিশনার অভিষেক ত্রিমুখী অনুরোধ করেন আস্থা রাখার। তিনি জানান, নিরপেক্ষতা বজায় রাখাই হচ্ছে। তদন্ত এগোচ্ছে। সম্প্রতি ময়নাতদন্তের রিপোর্টে বেড়িয়ে এসেছে শ্বাসরোধ হওয়ার কারণেই মৃত্যু ঘটেছে সুশান্তের। কিন্তু কেন সুশান্ত অবসাদ গ্রস্থ হয়ে পড়লেন, সেই পরিস্থিতি খতিয়ে দেখছে মুম্বই পুলিশ।
ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে ২৭ জনকে। সুশান্তের সোশ্যাল মিডিয়া পোস্ট খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের সেই ভার পড়েছে টুইটরের ওপর। সপ্চাহের শেষেই মিলবে ফরেন্সিক রিপোর্ট তাও খতিয়ে দেখা হবে। আরও একবার সুশান্তের পরিবারকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। পাশাপাশি জেরার মুখে পড়তে চলেছে রিয়া চক্রবর্তীর ভাইও। তাই সুশান্ত ভক্তদের আশ্বস্ত করল মুম্বই পুলিশ।