বলিউডে নতুন ভুমিকায় সারা আলি খানট দর্শক আসন থেকে অবাক হয়ে দেখলেন কার্তিক বর্তমানে দুজনেই ব্যস্ত লাভ আজ কাল ছবির শ্যুটিং-এ মুহুর্তে ভাইরাল সারার ভিডিও

বর্তমানে তাঁরা জুটি বেঁধেছেন লাভ আজ কাল ২ ছবির সিক্যুয়েলে। সেই জন্য প্রায়ই তাঁদের একই সঙ্গে দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে শ্যুটিং-এর ফাঁকে তোলা সেলফিও শেয়ার করছেন দুজনেই। এবার তাঁদের একই সঙ্গে দেখা গেল ফ্যাশষন উইক-এ। সেখানেই অনবদ্য র‌্যাম্প ওয়াক করে সকলের নজর কাড়লেন সারা আলি খান।

View post on Instagram

বলিউডে তাঁর হাতে খড়ি হয়েছে বেশ কয়েকদিন হল। প্রথম ছবি থেকেই বলিউডে নিজের জায়গা পাকা করে ফেলেছে এই তারকা কন্যা। তবে এবার আর বড়পর্দায় নয়। র‌্যাম্পে হেঁটে মন জয় করলেন সকলের। নিজের সোশ্যাল মিডিয়ার পাতা শেয়ার করলেন সেই ভিডিও। শুধুই দর্শক বা তাঁ ভক্তরাই নয়। রীতিমতন মুখ হা হয়েই রয়ে গেল কার্তিক আরিয়ন-এর।

View post on Instagram

ফ্যাশন উইক-এর বিটাউন খ্যাত ডিজাইনার ফালগুনী ও সেন পিককের শো স্টপার ছিলেন তিনি। সেই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন কার্তিক আরিয়ন। বর্তমানে এই দুই তারকার সম্পর্কের রসায়ণ নিয়ে বেজায় চর্চা চলছে বি টাউনে। যদিও তাঁরা কেবলই ভালো বন্ধু, তাও প্রকাশ্যে বলেছিলেন সারা আলি খান।