মিঠুন চক্রবর্তীর ছোট ছেলে বলিউডে পা সকলের নজর কেড়ে প্রকাশ্যে এল ছবির পোস্টার ব্যাড বয়-কে শুভেচ্ছা জানাল বলিউডে বিপরীতে বলিউডে আরও এক নতুন মুখ 

বলিউডে ছবিকে এক ভিন্ন মাত্রা দিয়েছিলেন ডিস্কো ডান্সার স্টার মিঠুন চক্রবর্তী। পর্দায় যাঁর উপস্থিতিতেই বক্স অফিসে ঝড় উঠেছিল। নতুন এক যুগ শুরু করেছিলেন মিঠুন। এখনও তাঁর প্রভাব বলিউডে চোখে পরে সকলের। ইতিমধ্যেই নিজের নাচের গুণে সকলকে মুগ্ধ করেছেন তাঁর প্রথম পুত্র মিমো। এবার বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন তাঁর অপর ছেলে নামাসি। সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেল সেই ছবির পোস্টার। 

Scroll to load tweet…

ছবির নাম ব্যাড বয়। ছবির পরিচালনা করেছেন রাজকুমার সন্তোষী। বিপরীতে থাকছে আরও এক নতুন মুখ। প্রযোজক সাজ্জাদ কুরেশির মেয়ে আমরিন। ছবির পোস্টার মুক্তির পরই শুভেচ্ছাবার্তাতে ভরে উঠল নেট দুনিয়া। সোশ্যাল মিডিয়ায় পোস্টার শেয়ার করলেন অমিতাভ বচ্চন ও সলমন খান। দুজনেই প্রশংসায় একটাই কথা- লাজবাব।

Scroll to load tweet…

ছবিতে থাকছেন হিমেশ রেশমিয়াও। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে অমিতাভ বচ্চন লিখলেন, মিঠুন দার ছোট ছেলে নামাসির ডেবিউ ছবি। শুভেচ্ছা। পাশাপাশি সলমন খান সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ব্যাড বয়ের জন্য অনেক শুভেচ্ছা নামাসি, পোস্টার খুব সুন্দর। নামাসি চক্রবর্তীর প্রথম ছবির পোস্টার এখন ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। ইদের মাঝে বলিউডে নতুন ছবির খবর। খুশিতে মাতলেন ভক্তরাও।