সংক্ষিপ্ত
- রামায়ণ খ্যাত অভিনেতা অরুন গোভিল সাহায্য চাইছেন সোশ্যাল মিডিয়ায়।
- জালিয়াতির শিকার অরুন গোভিল।
- ফেক ট্যুইটার প্রোফাইল তৈরি অভিনেতার নামে।
অভিনেতা অরুন গোভিলের ফেক প্রোফাইল নিয়ে শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। 'রিয়্যাল অরুন গোভিল' নামে একটি ট্যুইটার প্রোফাইল খোলা হয়েছে যা ফেক। অরুন গোভিল নিজের আসল ট্যুইটার প্রোফাইল থেকে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে তিনি ভক্তদের কাছে অনুরোধ করেন এই 'রিয়্যাল অরুন গোভিল' প্রোফাইলটিকে রিপোর্ট করতে।
আরও পড়ুনঃমদ না পেয়ে মানসিক অবসাদে, আত্মহত্যার চেষ্টা তামিল অভিনেত্রীর ছেলের
আরও পড়ুনঃবিনোদনের সেরা ১০ খবর, যা আপনাকে দেবে টলিডউ টু বলিউড আপডেট
অরুন ভিডিওতে তিনি বলেন, "'রিয়্যাল অরুন গোভিল' ট্যুইটার প্রোফাইলটিকে রিপোর্ট অথবা ব্লক করিন। এটা আমার অরিজিনাল প্রোফাইল নয়। আমি আশা করব যে এই কাজটি করেছে সে নিজে থেকেই হ্যান্ডেলটি ডিলিট করে দেবেন।"
আরও পড়ুনঃদুই মেয়ের পর এবার বাবা, করোনায় আক্রান্ত শাহরুখের ঘনিষ্ঠ বন্ধু
এই ভিডিওতে প্রাধনমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদও জানিয়েছেন। কারণ দিন কতক আগে অরুন ট্যুইটার থেকে ভক্তদের অনুরোধ করেছেন সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলার জন্য, বাড়িতে থাকার জন্য। তাঁর এই উদ্যোগে মোদি তাঁকে ধন্যবাদ জানিয়েছিলেন।
আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল
আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস