বেরিয়ে রয়েছে দীপিকার বক্ষদেশ হট ছবি পোস্ট করে এবার নজরে দীপিকা ফোটোশ্যুটের ছবি শেয়ার করতেন হাজির রণবীর প্রকাশ্যে থামতে বললেন রণবীর সিং 

কাজের মাঝেই ফোটোশ্যুট। একাধিকবার ছবি তুলে নেট দুনিয়ায় ট্রোলের শিকার হয়েছেন তারকারা। কখনও নজর কেড়েছে খোলামেলা পোশাক, কখনও আবার খবরের শিরোনামে এসেছে কপি করা কনসেপ্ট। মুহূর্তে ছবি নজর কাড়ে নেট দুনিয়ায়। একাধিক কটুক্তির শিকারও হতে হয় তারকাদের। তবে এবার নেটিজেনরা নয়, সোশ্যাল মিডিয়ায় হাজির খোদ তারকার বর। 

আরও পড়ুন-'হোলির প্ল্যান তো রেডি এবার পালা সুইজারল্যান্ডের,' টুইটে দোলযাত্রার শুভেচ্ছা আবিরের...

আরও পড়ুন-'এরাই হল আমার জীবনের নারী', আন্তর্জাতিক নারী দিবসে শুভেচ্ছা কাজলের

View post on Instagram

সম্প্রতি এক ফোটোশ্যুটে খোলামেলা পোশাকে ধরা দিয়েছিলেন দীপিকা পাড়ুদোনে। সেই ছবি নেট দুনিয়ায় নিজেই শেয়ার করেন অভিনেত্রী। পোশাক বেশ খানিকটা খোলামেলা। হট লুকেই ভক্তদের নজর কাড়লেন তিনি। তাঁর লুক থেকে শুরু করে পোজ, মুহূর্তে ভাইরাল। কয়েকদিন আগেই খোলামেলা পোশাকের জন্য ট্রোলের শিকার হতে হয় প্রিয়ঙ্কা চোপড়াকে। 

আরও পড়ুন-'রাধে'র শ্যুটিংয়ে গুরুতর আহত রণদীপ হুদা, এখন কেমন আছেন অভিনেতা

View post on Instagram

এক্ষেত্রে চিত্রটা খানিকটা ভিন্ন। দীপিকাকে আটকাতে আসেনি নেট দুনিয়া, বরম হাজির হয়েছেন খোদ রণবীর সিং। স্ত্রীর হট ছবি দেখে মুগ্ধ রণবীর। উষ্ণতা ছড়ানোর মাত্রা দেখে রণবীর মজার ছলে এদিন সোশ্যাল মিডিয়ার পাতা লিখেই ফেললেন,- এবার তুমি থামো। মুহূর্তে এই প্রতিক্রিয়া নজর কাড়ে সকলের। দুজনেই এখন ব্যস্ত ছবির শ্যুটিং নিয়ে। তারই মাঝে ম্যাগাজিনের ফোটোশ্যুট সারলেন দীপিকা পাড়ুকোনে।