সংক্ষিপ্ত
- সলমন খান ভক্তদের জন্য সুখবর
- 'দাবাং' ছবির চুলবুল পান্ডের অ্যানিমেটেড ভারশন আসতে চলেছে বিনোদন জগতে
- সিরিজে বাঁধা হবে 'দাবাং'র গল্প
- কার্টুন চরিত্রে প্রথমবার দেখা যাবে চুলবুল পান্ডেকে
'দাবাং' ছবির চুলবুল পান্ডে, এন্টারটেনার হিসেবে এই নাম বলিউডের পাতায় বড় হরফে লেখা। সলমন খান ভক্তদের কাছে এই চরিত্রটি আজও সেরার সেরা বললে ভুল হবে না। এই সেরা চরিত্রটি এবার নয়া অবতারে পেতে চলেছে সলমনের খুঁদে ভক্তরা। দাবাং ছবিটি নিয়ে নয়া উদ্যোগে ছবির প্রযোজক আরবাজ খান। সম্প্রতি চুলবুল পান্ডের অ্যানিমেটেড চরিত্র নিয়ে মুখ খুললেন অভিনেতা তথা প্রযোজক।
"একটু ভিন্ন ধারায় সাজানো হবে অ্যানিমেটেড দাবাং। সিরিজের আকারে তৈরি করা হচ্ছে বলেই চিত্রনাট্যও খানিক আলাদা হবে। সলমনের খুঁদে ফ্যানদের কাছে বিষয়টিকে আকর্ষণীয় করে তোলা হবে। দুটো সিজনে বিভক্ত করা হয়েছে সিরিজটি। এমন সিরিজ আগে কখনই কেউ দেখেনি বলে নিশ্চিত আমি", জানালেন আরবাজ।
ডিজিটাল দুনিয়ায় আসতে চলেছে এই অ্যানিমেটেড দাবাং। প্রথম সিজনে ৫২ টি পর্ব থাকবে। এক একটি পর্ব তিরিশ মিনিট সময়ব্যাপী হবে। তবে কোন ওটিটি প্ল্যাটফর্মে এটি আসতে চলেছে তা এখনও নিশ্চিত হয়নি বলেই জানা গিয়েছে। ফ্যামিলি এন্টারটেনার এবার ছোটদের কাছেও হয়ে উঠবে প্রিয়। এক নামী অ্যানিমেশন স্টুডিওর দ্বারা তৈরি হচ্ছে এই সিরিজ।