Asianet News Bangla

বিকিনিতে ভাইয়ের সঙ্গে ছবি, জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নেট দুনিয়ায় ট্রোল সারা

  • ভাইয়ের জন্মদিনে শুভেচ্ছা জানালেন সারা
  • থাকতে পারলেন না পার্টিতে 
  • মলদ্বীপ ট্রিপের ছবি শেয়ার করলেন অভিনেত্রী
  • মুহূর্তে নেট দুনিয়ায় ট্রোলের শিকার সারা 
Sara ali khan trolled on net after posting hot picture
Author
Kolkata, First Published Mar 5, 2020, 4:59 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

বর্তমানে বলিউডের ব্যস্ততম অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন সারা আলি খান। একের পর এক ছবির প্রস্তাব এখন তাঁর হাতে। কুলি নম্বর ওয়ার ছবির কাজ শেষ করার পরই এবার তিনি জুটি বাঁধলেন ধনুষের সঙ্গে। ছবিতে থাকছেন অক্ষয় কুমার। ছবির নাম অতরঙ্গী রে। সেই ছবির শ্যুটিং-ই শুরু হল বৃহস্পতিবার। খবর শেয়ার করলেন খোদ অক্ষয় কুমার। 

বৃহস্পতিবারই সইফ-অমৃতার ছেলে ইব্রাহিমের জন্মদিন। কিন্তু শ্যুটিং-এর জন্য থাকতে পারলেন না সারা আলি খান। সেই কথা জানিয়েই নেট দুনিয়ায় ভাইকে শুভেচ্ছা জানালেন তিনি। ভাইয়ের জন্মদিনে থাকতে পারলে তাঁর ভালো লাগত। কিন্তু এদিন থেকেই শুরু হয় পরবর্তী ছবির শ্যুটিং। ভাইয়ের সঙ্গে একটি ছবিও শেয়ার করলেন সারা। সেখানেই বিপত্তি। 

 

আরও পড়ুন-সফরে করোনা আতঙ্ক, মুখে মাস্ক পড়ে ইউরোপ পাড়ি প্রভাসের

আরও পড়ুন-মেয়ের সঙ্গে টক্করে এগিয়ে তনুজা, ৭৬-এ দাঁড়িয়েও মনোকিনিতে পোজ বর্ষীয়ান অভিনেত্রীর

আরও পড়ুন-কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন বলিউডের এই অভিনেত্রী, বিস্ফোরক মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া

ছবি পোস্ট করা মাত্রই তা নজর কাড়ে নেটিজেনদের। প্রকাশ্যে সারাকে কুকথা শুনতে হয় সোশ্যাল মিডিয়ার পাতায়। ২০১৯-এর শেষেই মলদ্বীপ বেরাতে গিয়েছিলেন সারা, অমৃতা ও ইব্রাহিম। সেখানে বিকিনি পরে ভাইয়ের সঙ্গে তোলা ছবি পোস্ট করতেই নেট দুনিয়ায় ভাইরাল ছবি। একের পর এক মন্তব্য ভরতে থাকে নেট দুনিয়ায় পাতা। ভাইয়ের সঙ্গে কে এমন ছবি পোস্ট করে থেকে শুরু করে লজ্জা নেই। বাদ থাকল না কিছুই। 

Follow Us:
Download App:
  • android
  • ios