সংক্ষিপ্ত

করোনার কোপে সকলের মুখেই মাস্ক, তাই খুব চেনা মুখ না হলে চট করে বুঝে নেওয়া দায় সঠিক ব্যক্তির পরিচয়। এবারও নেট দুনিয়া করে বসল ভুল। শাহরুখের সেক্রেটরিকে গৌরী ভেবে একের পর এক পোস্ট, সেই আলোচনাতেই ঘি ঢালার কাজ করল শাহরুখ খানের দুয়া। 

আবারও নেট দুনিয়ায় ট্রেন্ডে শাহরুখ খান (Social Media Trend)। রবিবার প্রয়াত সুর-সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) । এরপর থেকেই সেলেবদের ঢল নামে লতা মঙ্গেশকরের বাড়িতে। সেখানেই সকাল থেকে একের পর এক সেলেবদের আনাগোনা লেগেই ছিল। করোনা পরিস্থিতির (COVID 19) কথা ভেবে যাঁরা এলেন না, তাঁরা সোশ্যাল মিডিয়ার পাতায় জালানে শ্রদ্ধার্ঘ্য, তবে এদিন সোশ্যাল মিডিয়ার পাতায় কোনও পোস্টই করেননি শাহরুখ খান (Shah Rukh Khan)। দেখাও মেলেনি সকাল থেকে। যদিও কিং খান নেট দুনিয়ায় খুব একটা সক্রিয় নন (Shah Rukh Khan On Social Media)। তবে শেষ বেলায় তিনি উপস্থিত হয়েছিলেন শিবাজি পার্কে। লতা মঙ্গেশকরের শেষকৃত্যে ছিলেন তিনি। যেখানে দেখা যায় রণবীর কাপুর, শ্রদ্ধা কাপুর, জাভেজ আখতর-সহ একাধিক স্টারকে। সেখানেই প্রথম শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী, এরপরই একের পর এক সকলেই উঠে লতা মঙ্গেশকরকে শেষ বিদায় জানান, সেই তালিকা থেকে বাদ পড়েন না শাহরুখ খানও। পাশে ছিল তাঁর সেক্রেটরি, যাঁর উপস্থিতি ততক্ষণে ভাইরাল (Viral Image)। 

 

 

করোনার কোপে সকলের মুখেই মাস্ক, তাই খুব চেনা মুখ না হলে চট করে বুঝে নেওয়া দায় সঠিক ব্যক্তির পরিচয়। এবারও নেট দুনিয়া করে বসল ভুল। শাহরুখের সেক্রেটরি গৌরী ভেবে একের পর এক পোস্ট, সেই আলোচনাতেই ঘি ঢালার কাজ করল শাহরুখ খানের দুয়া, যা মৌলবাদীদের চোখে বেজায় সমলোচনার বিষয় হয়ে দাঁড়ালো। ঠিক কী ঘটে কিং খানের সঙ্গে, যার জেরে কড়া সমালোচনায় পড়তে হয় তাঁকে! মঞ্চে উঠে লতা মঙ্গেশকরকে শেষ প্রণামের সময় ফ্রেমবন্দি হল কিং খান হাত তুলে দুয়া করছেন, পাশে দাঁড়ানো মহিলার পরিচয় তখনও ধোঁয়াশা, তিনি হাত জোড়ে প্রণাম জানান, কিন্তু কিং খান দুয়া করেন, এই নিয়ে শুরু হয়ে যায় বিতর্ক, নেট পাড়ায় সেই ছবি হয়ে ওঠে ভাইরাল।

 

 

কিং খানের চিন্তাধারা, তাঁর ধর্মগোঁড়ামিকে কটাক্ষ করে ওঠে প্রশ্ন, ঠিক সেই সময়ই কিং খানের ভক্তমহলের চোখে তিনি রাজার রাজা। হাত তুলে আল্লার কাছে প্রার্থমা করছেন কিং খান, দুয়া চাইছেন, এতে কোথাও ধর্মকে খাটো করে দেখা নয়, এরপরই হাত জোড়ে তিনি পরিক্রমা করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রীর দেখানো পথে, ফলে এতে তাঁর বড় মনের পরিচয়ই সামনে আসে। 

 

আরও পড়ুন- 'দুটি গানে পারফর্ম করার সৌভাগ্য হয় আমার, যা আমার কাছে সম্পদ', লতা মঙ্গেশকর প্রয়াণে শোকজ্ঞাপন হেলেনের

আরও পড়ুন- কয়েক কোটি টাকার সম্পত্তি, বিলাসবহুল বাড়ি গাড়ি-সহ কত পরিমাণ সম্পত্তি রেখে গেলেন লতা

তাই রবিবার মধ্যে রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হওয়া কিং খান বিতর্ক বর্তমানে ট্রেন্ডে। প্রাথমিক পর্যায় উঠে আসা বিতর্ক অনুযায়ী গৌরী হিন্দু মতে, আর শাহরুখ খান নিজেকে বিন্দুমাত্র না ভেঙে মুসলিম মতে শ্রদ্ধাজ্ঞাপন করেন, কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হয়ে যায় পাশে থাকা মহিলা গৌরী নন। এরপরই শাহরুখ খানের পাশে দাঁড়ায় বিপুল পরিমাণ ভক্তমহল, নেট পাড়ায় ঝড় তুলে তাঁদের মন্তব্য কিং খানের এই আচরণ প্রশংসনিয়, তিনি নিজের মত করে ঈশ্বরের কাছে লতা মঙ্গেশকরের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন। এই দুয়াকে গোড়ামির সঙ্গে গুলিয়ে ফেলা নয়, বরং তাঁর শ্রদ্ধা ভক্তির পরিচয় হওয়া উচিৎ।