Asianet News BanglaAsianet News Bangla

ফের দুঃসবাদ, এবার করোনা আক্রান্ত কুমার শানু

  • ফের করোনার থাবা শিল্পীজগতে
  • আক্রান্ত হলেন গায়ক কুমার শানু
  • কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি
  • ফেসবুকে পোস্ট দিয়ে সুস্থতা কামনার আর্জি 
Singer Kumar Shanu tested Corona positive BTG
Author
Kolkata, First Published Oct 16, 2020, 4:25 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

দ্বিতীয়বার পরীক্ষায় করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে, তবে এখনও সংকটমুক্ত নন সৌমিত্র চট্টোপাধ্যায়। এরইমধ্যে আবার সংক্রমণ ধরা পড়ল কুমার শানুর। গায়কের অফিশিয়াল ফেসবুকে পেজ থেকে এ খবর জানা গিয়েছে।

আরও পড়ুন: 'থাপ্পড় খাবে', দেবলীনার স্তনযুগল নিয়ে অশ্লীল মন্তব্য আসতেই চটলেন অভিনেত্রী

বিপদ বাড়ছে শিল্পীদেরও। জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন বাংলার 'শানুদা'। করোনা নয় তো? স্বাস্থ্য পরীক্ষা করানো হয় গায়কের। পজিটিভি রিপোর্ট আসে বৃহস্পতিবার। তবে উপসর্গ থাকলেও কুমার শানুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে কিনা, সে বিষয়ে কোনও খবর পাওয়া যায়নি। কোনও জায়গা থেক কীভাবেইবা তিনি করোনা আক্রান্ত হলেন, স্পষ্ট করে তাও জানানো হয়। অফিশিয়াল ফেসবুকে পেজ লেখা হয়েছে, 'দুর্ভাগ্যবশত, শানুদার করোনা পরীক্ষা রিপোর্ট পজিটিভ এসেছে। সবাই তাঁর সুস্থতা কামনা করবেন। ধন্যবাদ।'

 

এদিকে আবার আবার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁরও করোনা ধরা পড়েছিল। শারীরিক অবস্থা অবনতি হয়েছিল যথেষ্টই। তবে আগে থেকে এখন অনেকটাই ভালো আছেন প্রবীণ এই অভিনেতা। বুধবার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। 

Follow Us:
Download App:
  • android
  • ios