সংক্ষিপ্ত
মুক্তির পর মাত্র ২ দিনেই থেকে ৫০০ কোটির ক্লাবে পৌঁছে তাক লাগিয়ে দিয়েছে এস এস রাজামৌলির পরিচালিত আরআরআর। এবার ১০০০ কোটির ক্লাবে পৌঁছানোর অপেক্ষায় এই ছবি। ৬ এপ্রিল বক্স অফিস রেকর্ড অনুযায়ী চলতি সপ্তাহেই ১০০০ কোটির ঘরে এন্ট্রি নেবে রাজামৌলির আরআরআর।
কিছুদিন আগেই দক্ষিণ ভারতে দক্ষিণী ছবি সেইভাবে বক্সঅফিসে সেভাবে ব্যবসা করতে পারে না, কিন্তু বলিউডে দাপিয়ে রাজত্ব করে দক্ষিণী ছবি। ফের একবার সেই প্রমান ছিল এস এস রাজামৌলি পরিচালিত মাস্টারব্লাস্টার মুভি আরআরআর। ২৫ মার্চ বিগস্ক্রিনে মুক্তি পেয়েছে রাজামৌলি পরিচালিত আরআরআর। প্রতি সপ্তাহেই হক্সঅফিসে একপ্রকার রেকর্ড ব্যবসা করে চলেছে এই ছবি। এবার হাজর কোটি টাকার মাইলস্টোন ছুঁয়ে ফেলার সময় এসে গিয়েছে আরআরআর-এর। এস এস রাজামৌলির ছবি প্রথম দিনই ২২৩ কোটির ব্যবসা করে ফেলেছিল বক্সঅফিসে। মুক্তির পর মাত্র ২ দিনেই থেকে ৫০০ কোটির ক্লাবে পৌঁছে তাক লাগিয়ে দিয়েছে এস এস রাজামৌলির পরিচালিত আরআরআর। করোনা পরবর্তী পরিস্থিতিতে বক্সঅফিসে চূড়ান্ত সাফল্য লাভের ছবির তালিকায় খুব স্বাভাবিকভাবেই উঠে এসেছে এই ছবি। বলা বাহুল্য, পরিচালক এস এস রাজাামৌলির আরআরআর-এর সঙ্গে পাল্লা দিয়ে প্রতিযোগীতার আসরে রয়েছে দ্যা কাশ্মীর ফাইলস। সূরিয়াবংশীর বক্সঅফিস রেকর্ড তো আগেই ভেঙে চুরমার করে দিয়েছে আরআরআর। ফিল্ম সমলোচকরা মনে করছেন, চলতি সপ্তাহের শেষেই হাজার কোটির মাইলস্টোন ছুঁয়ে রেকর্ড গড়বে রাজামৌলির আরআরআর।
বিশিষ্ট ফিল্ম সমালোচক তরণ আদর্শ মঙ্গলবার টুইট করে জানিয়েছেন যে, সূরিয়াবংশীর ২০০ কোটির রেকর্ড ভেঙে করোনা পরবর্তী পরিস্থিতিতে ২০০ কোটির ক্লাবে পৌঁছে রেকর্ড গড়তে চলেছে রাজামৌলির আরআরআর। সেই হিসাবেই চলতি সপ্তাহে একেবারে হাজার কোটির ক্লাবে পৌঁছে নজির গড়বে এসএস রাজামৌলির ব্লকব্লাস্টার এই ছবি। মুক্তির আগে থেকেই এই ছবি নিয়ে দর্শকদের মনে কৌতুহল ছিল একেবারে তুঙ্গে। আর মুক্তির পর থেকেই সবার প্রশংসা কুড়িয়ে একের পর এক রেকর্ড গড়ে এখন হাজার কোটির ক্লাবে পৌঁছানোর লক্ষ্যে রাজামৌলির আরআরআর। ছবি মুক্তির আগে সম্ভবনা আর দর্শক মনকে তৃপ্তি দিয়ে বক্স অফিসে এই মুহূর্তে রেকর্ড গড়তে ব্যস্ত আরআরআর। দক্ষিণী ছবি বাহুবলীর হিন্দি ভার্সানে যেমন ডুব দিয়েছিল দর্শক, আরআরআর-এর ক্ষেত্রেও সেই একই চিত্র লক্ষ্যনীয়। বিশিষ্ট ফিল্ম সমালোচক তরণ আদর্শের টুইট অনুযায়ী, ৬ এপ্রিল ২০০ কোটির ব্যবসা করেছে ছবিটি।
আরও পড়ুন-মাথা ভর্তি সিঁদুর, ফের বিয়ের পিঁড়িতে শ্রাবন্তী, পাত্র টলিপাড়ার পরিচিত মুখ
আরও পড়ুন-উড়তা পাাঞ্জাব দেখে কেন শাহিদকে বিয়ে করতে চান নি মীরা, ফাঁস হল আসল রহস্য
আরও পড়ুন-কীভাবে নিজের যৌবন ধরে রেখেছেন আলিয়া, বিয়ের আগে রূপের রহস্য ফাঁস হবু কনের
পরিচালিক রাজামৌলি নিজেই নিজের ছবির রেকর্ড ভাঙছেন। ছবিটি মুক্তি পাওয়ার আগে দেশের প্রায় সব বড় শহরে প্রচারের জন্য দেখা গিয়েছিল রাম চরণ, জুনিয়র এনটিআর ও রাজামৌলিকে। বিভিন্ন দিক থেকে যাবতীয় রেকর্ড ভেঙে দিয়েছে এই ছবি। করোনা পরিস্থিতির পর রবিবার সবথেকে বেশি দেখা ছবির মধ্যে শীর্ষে রয়েছে 'আরআরআর'। আর শুধুমাত্র ছুটির দিনই নয় উইকেন্ডে সবথেকে বেশি ব্যবসা হওয়ার ছবির তালিকার শীর্ষেও রয়েছে রাজামৌলির এই ছবি। করোনার আগে ও পরে বক্স অফিসে এত বেশি ব্যবসা করেনি কোনও ছবিই। আর এই ছবির মধ্যে দিয়েই 'বাহুবলী'-র পর ফের একবার নিজের আধিপত্য প্রতিষ্ঠা করলেন পরিচালক, যা রীতিমতো নাড়িয়ে দিয়েছে বক্স অফিসকে।