আলিগড় কাণ্ডের তীব্র নিন্দা করেছেন বলিউডের বহু তারকা  পরিবার ১০ হাজার টাকা ঋণ শোধ করতে না পারায় আড়াই বছরের শিশুকন্যাকে নির্মম ভাবে খুনের ঘটনায় সরব অনেকেই। এবার সেই ঘটনারই নিন্দা করলেন স্বরা প্রতিবাদ করেও ট্রোলড হলেন তিনি

আলিগড় কাণ্ডের তীব্র নিন্দা করেছেন বলিউডের বহু তারকা। পরিবার ১০ হাজার টাকা ঋণ শোধ করতে না পারায় আড়াই বছরের শিশুকন্যাকে নির্মম ভাবে খুনের ঘটনায় সরব হয়েছেন রাজকুমার রাও, সোনম কাপুর-সহ আরও অনেকেই। এবার সেই ঘটনারই নিন্দা করে ট্রোলড হলেন স্বরা ভাস্কর। 

স্বরা সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে এর আগেও মুখ খুলেছেন। আলিগড় হত্যাকাণ্ড নিয়ে স্বরা টুইট করেন, এই রাশিয়া থেকে ফিরলাম বিরতি পেয়ে। আলিগড় কাণ্ডের খবর সত্যিই খুব ভয়ঙ্কর। ২ বছরের শিশুকন্যাকে হত্যার ঘটনা ভয়ানক। খুনিদের এমন সাজা দেওয়া উচিত যাতে আর এমন ঘটনা না ঘটে। পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। 

Scroll to load tweet…

এই টুইটের পরেই স্বরাকে ঘিরে সোশ্যাল মিডিয়া জুড়‌ে শুরু হয় ট্রোলিং। ঘটনার এতদিন পরে কেন স্বরা তা নিয়ে টুইট করছেন, এই নিয়ে ট্রোল শুরু করে একদল নেটিজেন। কেউ আবার প্রশ্ন তোলেন, কাঠুয়া কাণ্ডে প্ল্যাকার্ড হাতে ছবি দিয়ে প্রতিবাদ করেছিলেন স্বরা। কিন্তু এবার কেন তাঁকে এভাবে প্রতিবাদ করতে দেখা গেল না।