শেষকৃত্যে থাকতে পারলেন না বলিউড তারকারা লকডাউনের মাঝেই চলে গেলেন ইরফান বন্ধুর সঙ্গে শেষ দেখা হল না শোকাহত তিন খানের ভাসলেন আবেগে

বুধবার মৃত্যুর কোলে ঢোলে পড়লেন বলিউডের কিংবদন্তী অভিনেতা ইরফান খান। তাঁর মৃত্যুতে শোকাহত ভক্তকূল। শোকের ছায়া বলিউডেও। একের পর এক তারকারা সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধাজ্ঞাপন করলেন। ইরফানের আত্মার শান্তি কামনাতে সামিল বলিউডের তিন খানও। শাহরুখ খান, সলমন খান ও আমার খানের টুইটে উঠে এল একটাই কথা, এ চলচ্চিত্র জগতের এক বিশাল ক্ষতি। 

Scroll to load tweet…

চলে গেলেন বন্ধু বিল্লুবারবার। শোকবার্তায় লিখলেন শাহরুখ, আমার বন্ধু অনুপ্রেরণা, খুব বড় অভিনেতা ছিলেন ইরফান। তোমার আত্মার শান্তি কামনা করি। সারা জীবন তোমার অভাব বোধ করব।

আরও পড়ুনঃ গর্ভধারিনীর মৃত্যুর পরেই ভর্তি হতে হয়েছিল আইসিইউতে, মা-ছেলের ফের দেখা হল জীবনের ওপারে

Scroll to load tweet…

ইরফান খানের মৃত্যুতে দুঃখ প্রকাশ করলবেন আমির খান। সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধাজ্ঞাপন করে জানালেন, ইরফানের চলে যাওয়া খুবই দুঃখের। দক্ষ অভিনেতা ছিলেন। তাঁর পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই। ধন্যবাদ ইরফান তুমি আমাদের জীবন যেভাবে আনন্দে ভরিয়ে রেখেছিলে তা ভোলার নয়। 

Scroll to load tweet…

একই ভাবে শোক প্রকাশ করেন সলমন খান। বলিউড ভাইজান পাশে থাকতে পারলেন না ইরফানের শেষকৃত্য। সোশ্যাল মিডিয়ার লিখলেন, ভারতের চলচ্চিত্র জগতের খুব বড় ক্ষতি। তোমার ভক্তদের ও পরিবারের সকলকে ইশ্বর শক্তি দিক। ভালো থেকো, সারা জীবন তুমি আমাদের হৃদয়ে থাকবে। 

করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

শরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা