Asianet News BanglaAsianet News Bangla

প্রয়াত 'ভিকি ডোনার' খ্যাত জনপ্রিয় অভিনেতা, ক্যান্সারই কেড়ে নিল প্রাণ

  •  প্রয়াত হলেন  জনপ্রিয় অভিনেতা ভুপেশ কুমার পান্ডে
  • দীর্ঘদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত ছিলেন অভিনেতা ভুপেশ
  • সিনেমাই নয়, থিয়েটারেও জনপ্রিয় অভিনেতা হিসেবে পরিচিত ছিলেন ভুপেশ
  • বলি অভিনেতারাও তাকে শ্রদ্ধা জানিয়েছেন
     
Vicky Donor actor bhupesh pandya passes away BRd
Author
Kolkata, First Published Sep 24, 2020, 11:13 AM IST

ফের নক্ষত্রপতন । বলিউডে দুঃসময় যেন আর কাটছে না। একের পর এক ইন্দ্রপতন হয়েই চলেছে। প্রয়াত হলেন  জনপ্রিয় অভিনেতা ভুপেশ কুমার পান্ডে। অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। সূত্র থেকে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত ছিলেন অভিনেতা ভুপেশ। শারীরিক অসুস্থতার কারণে ভুগছিলেন অভিনেতা। সহ অভিনেতারা তার অকাল প্রয়ানে আত্মার শান্তি কামনা করেছেন। একের পর এক উজ্জ্বল নক্ষত্ররা একে একে ছেড়ে চলে যাচ্ছেন। 

আরও পড়ুন-ধর্ষণ ও প্রতারণার অভিযোগে ফেঁসে গেলেন নওয়াজউদ্দিন, থানায় অভিযোগ দায়ের স্ত্রী আলিয়ার...

বলিউডের ইরফান খানের মৃত্যুর পর থেকেই যেন সংখ্যাটা থামছে না। ঋষি কাপুর, ওয়াজিদ খান, সুশান্ত সিং রাজপুতের মতোন অভিনেতারাও বলিউডকে বিদায় জানিয়েছে। তবে শুধু বলিউডেই নয়, টেলি ধারাবাহিকেও মৃত্যু আকছার ঘটেই চলেছে। অপমৃত্য থেকে করোনায় মৃত্যু দুঃসংবাদ যেন এসেই চলেছে। একাধিক সিনেমার উজ্জ্বল প্রতিভা ছিলেন ভুপেশ। ভিকি ডোনার, হাজারো খোয়াইশ-তে দেখা গেছে ভুপেশ কুমার পান্ডে-কে।

 

 

দীর্ঘদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন অভিনেতা। তার মৃত্যুতে শেষ শ্রদ্ধা জানিয়েছে ন্যাশনাল স্কুল অব ড্রামা। অভিনেতার মৃত্যুর খবর জানিয়ে নিজেদের টুইটার পেজে অভিনেতাকে শ্রদ্ধা জানিয়েছে। শুধু সিনেমাই নয়, থিয়েটারেও জনপ্রিয় অভিনেতা হিসেবে পরিচিত ছিলেন ভুপেশ। নিয়মিত থিয়েটাল করতেও দেখা গেছে তাকে। বলি অভিনেতারাও তাকে শ্রদ্ধা জানিয়েছেন।

 


 

Follow Us:
Download App:
  • android
  • ios