সংক্ষিপ্ত

বৃদ্ধ জানিয়েছেন, ১৯৩৮ সালে তাঁর জন্ম। মাত্র ১২ বছর থেকেই তিনি গাড়ি চালাচ্ছেন। কিন্তু সেই সময়ই থেকেই তাঁর লাইসেন্স ও গাড়ির বিমা কিছুই ছিল না। এভাবেই দিনের পর দিন তিনি গাড়ি চালিয়ে যাচ্ছে। 

এমনটাই হতে পারে তা স্বপ্নেও কোনও মানুষ ভাবতে পারত না যদি এই ব্রিটিশের (British)কীর্তি ফাঁস না হয়। এক বা দুই বা দশ বছর নয় গত ৭০ বছর ধরে বিনা লাইসেন্সেই (license) গাড়ি চালিয়ে যাচ্ছিলেন কীর্তিমান ব্রিটিশ নাগরিক (British Citizen )। তিনি নাকি এর আগে কোনও দিন ধরা পড়েননি। আবার কোনও দিন কোনও দুর্ঘটনাও ঘটনানি। একদম মসৃণভাবেই বছরের পর বছর ধরে গাড়ি চালিয়ে যাচ্ছেন। এই খবরই ভাইরাল (Viral News) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

বুধবার সন্ধ্যায় টহল দেওয়ার সময় নটিংহ্যাম পুলিশ বুলওয়েলে  টেসকো এক্সট্রার কাছে বৃদ্ধকে পাকড়াও করে। নিয়ে যায় স্থানীয় পুলিশ স্টেশনে। জিজ্ঞাসাবাদের সময়ই সামনে আসে অবাক করাকাণ্ড। 

বৃদ্ধ জানিয়েছেন, ১৯৩৮ সালে তাঁর জন্ম। মাত্র ১২ বছর থেকেই তিনি গাড়ি চালাচ্ছেন। কিন্তু সেই সময়ই থেকেই তাঁর লাইসেন্স ও গাড়ির বিমা কিছুই ছিল না। এভাবেই দিনের পর দিন তিনি গাড়ি চালিয়ে যাচ্ছে। তিনি আরও জানিয়েছে প্রায় ৭০ বছর ধরে বিনা লাইসেন্সে তিনি গাড়ি চালালেও পুলিশ এর আগে কখনও তাকে ধরেনি বা রাস্তায় লাইসেন্স দেখতে চায়নি। 

সোশ্যাল মিডিয়ায় বৃদ্ধের সমস্ত ঘটনার কথই লিখেছে ব্রিটিশ পুলিশ। একই সঙ্গে বলেছে, বৃদ্ধের সৌভাগ্য- যে সে এর আগে কোনও দিন ধরা পড়েনি। কাউকে আঘাত করেনি বা কোনও দুর্ঘটনা ঘটায়নি। যদি বিনা লাইসেন্সে বা বিনা বিমায় এজাতীয় কাজ করত তাহলে লক্ষ লক্ষ টাকা ক্ষতিপুরণ গুণগার হিসেবে দিয়ে হত। প্রয়োজনে জেলেও যেতে হত। 

তবে ব্রিটিশ ব্যক্তির এই তথ্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তারপর থেকেই যথেষ্ট হৈচৈ শুরু হয়ে গেছে নেটদুনিয়ায়। যা ব্রিটিশ পুলিশের বার্তাও রীতিমত ভাইরাল হয়েছে। নেটিজেনদের অনেকেই ৮৩র বৃদ্ধের গাড়ি চালানোর দক্ষতার প্রশংসা করেছেন। 

North Korea Fires Missile: শক্তিশালী মিসাইল উড়িয়ে হুংকার কিমের, ২০২২ সালে ৭টি মিসাইল পরীক্ষা

2022 Winter Olympics: জলবায়ু পরিবর্তনের কালো ছায়া, আগামী দিনে কি বন্ধ হয়ে যেতে পারে উইন্টার অলিম্পিক্সস

Budget 2022-23: পরপর দুবছর শিক্ষাক্ষেত্রে বাজেটে কাঁচি, এবার কি বরাদ্দ বাড়াবেন নির্মলা সীতারমণ