সংক্ষিপ্ত
- দিলীপ ঘোষকে কালো পতাকা দেখানো ঘিরে উত্তেজনা
- তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তেজনা ছড়ায়
- পরিস্থিতি সামাল দিতে লাঠি চালায় পুলিশ
- গাড়ি লক্ষ্য করে ইট ছোঁড়ার অভিযোগ
পত্রলেখা বসু চন্দ্র, বর্ধমান-বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে পতাকা দেখানো ঘিরে ধুন্ধুমার কাণ্ড। বিজেপি-তৃণমূল সংঘর্ষে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে লাঠি চালায় পুলিশ।
আরও পড়ুন-ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল, সাসপেন্ড হওয়া নেতার বিরুদ্ধে চুরির অভিযোগ
ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরে। শনিবার জামালপুরে কৃষক মোর্চার কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। নুড়ি মোড়ে কালো পতাকা দেখানো ঘিরে উত্তেজনা ছড়ায়। দিলীপ ঘোষের গাড়ি লক্ষ করে ইট ছোঁড়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার জেরে সংঘর্ষে জড়ায় বিজেপি-তৃণমূল।
আরও পড়ুন-হুগলিতে শিল্পীর তুলির টান, গোটা গ্রাম যেন জলছবি
দিলীপ ঘোষের সফর ঘিরে ওই স্থানে আগে থেকেই মোতায়েন ছিল জামালপুর থানার পুলিশ। দুই পক্ষের সংঘর্ষের জেরে ধুন্ধুমার কাণ্ড ঘটে যায়। পরিস্থিতি সামাল দিতে বিক্ষোভকারীদের লক্ষ্য করে তাড়া করে পুলিশ। অবশেষে পুলিশ লাঠি চালায় বিবাদমান দুই পক্ষকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়। ঘটনার জেরে সাময়িক যান চলাচল ব্যাহত হয় ওই রাস্তায়।