সংক্ষিপ্ত
- শ্মশানেই রাত কাটাচ্ছে দুই পরিযায়ী শ্রমিক
- এমনই ছবি পূর্ব বর্ধমানের আউসগ্রামের
- মহারাষ্ট্র থেকে ২৬ তারিখ বর্ধমানে ফিরেছেন
- গ্রামবাসীরা তাদের ঢুকতে দেয়নি বলে জানিয়েছে
পত্রলেখা বসু চন্দ্র : শ্মশানেই রাত কাটাচ্ছে দুই পরিযায়ী শ্রমিক। এমনই ছবি পূর্ব বর্ধমানের আউসগ্রামের বাহাদুরপুর গ্রামে। মহারাষ্ট্র থেকে ২৬ তারিখ বর্ধমানে ফিরেছিলেন এই দুই পরিযায়ী শ্রমিক। প্রথমে তাদের রাখা হয় বর্ধমানের কৃষি খামারের কোয়ারেন্টিন সেন্টারে। সেখান থেকে গতকাল গ্রামের চলে আসে। কিন্তু গ্রামবাসীরা গ্রামে তাদের ঢুকতে দেয়নি বলে তারা জানিয়েছে।
গ্রাম থেকে কিছুটা দূরেই সরকারি করেন সেন্টার রয়েছে কিন্তু সেখানে না গিয়ে তারা থাকতে শুরু করেছে গ্রামেরই শ্মশানের একটি ঘরে। তারা জানিয়েছে বর্ধমানে কোয়ারেন্টিন সেন্টারে থাকার সময় তাদের মেডিকেল চেকআপ হয়েছে। সেখানে তাদের সংক্রমণ নেই বলে জানিয়ে দেওয়া হয়েছিল। গ্রামের সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে আরো শ্রমিক রয়েছে।
তাদের মধ্যে সংক্রমণ থাকলে তারাও সংক্রমিত হতে পারে। এই জন্যই সরকারি কোয়ারেন্টিন সেন্টারে না গিয়ে তারা শ্মশানে রাত কাটাচ্ছে। আগামী ১৪ দিন তারা সেখানেই থাকবে বলে জানিয়েছে। যদিও এ ব্যাপারে গ্রামবাসী ও প্রশাসনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।