২০২০ সালের বাজেটে নতুন আবাসিক বিধি, লভ্যাংশ বিতরণ কর বাতিল, উত্স কর আদায়ের বিষয়ে নতুন বিধি প্রবর্তনের মতো বেশ কিছু মৌলিক সংস্কার আনা হয়েছিল। কিন্তু, কোভিড মহামারি এসে সবই বানচাল করে দিয়েছিল। কোভিড ইনসেনটিভ-এর ছায়ায় ঢেকে গিয়েছিল সংস্কারগুলি। টিকার আগমনে মহামারির সমাপ্তি দেখতে পাচ্ছেন সকলে। এই অবস্থায় আসন্ন বাজেট ঘিরে বেশ কিছু কর ছাড় ও ইনসেনটিভ বা আর্থিক উদ্দীপনার আশা করছেন সাধারণ করদাতা থেকে অর্থনৈতিক বিশেষজ্ঞরা। আসন্ন বাজেট ঘিরে কী কী গুরুত্বপূর্ণ প্রত্যাশা রয়েছে, দেখে নেওয়া যাক এক নজরে -