- Home
- Business News
- Other Business
- Gold Price: সপ্তাহান্তে ফের বেড়ে গেল সোনার দাম, রইল বিভিন্ন শহরে সোনার রেট
Gold Price: সপ্তাহান্তে ফের বেড়ে গেল সোনার দাম, রইল বিভিন্ন শহরে সোনার রেট
সোনার দাম প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে এবং গত কয়েক মাস ধরে তা লাখের ঘরেই রয়েছে। গতকালের তুলনায় আজ দাম সামান্য বেড়েছে। এই প্রতিবেদনে কলকাতা, চেন্নাই, মুম্বই, দিল্লি সহ বিভিন্ন বড় শহরের ২২ ও ২৪ ক্যারেট সোনার সর্বশেষ দাম তুলে ধরা হয়েছে।

প্রতিদিনই বদল হচ্ছে সোনার দাম। শেষ কয়েক মাস ধরে তা লাখের ঘরে অবস্থান করছে। প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে এই সংখ্যা। শেষ কয় মাস ধরে সোনার দাম ক্রমে বেড়ে চলেছে। মাঝে দামের পতন হলেও সে অর্থে পতন হয়নি। আজ ফের পরিবর্তন হল সোনার দাম। গত কালের তুলনায় সামান্য হলেও বেড়েছে দাম। এক ঝলকে দেখে নিন কোন শহরে কত দাম এই সোনার।
আজ কলকাতায় সোনার দাম-
২২ ক্যারেট - প্রতি ১ গ্রামে ১২,৪৮৬
২৪ ক্যারেট- প্রতি ১ গ্রামে ১৩,৬২১
গতকাল কলকাতায় সোনার দাম ছিল-
২২ ক্যারেট - প্রতি ১ গ্রামে ১২,৪৮৫
২৪ ক্যারেট- প্রতি ১ গ্রামে ১৩,৬২০
আজ চেন্নাই-এ সোনার দাম-
২২ ক্যারেট - প্রতি ১ গ্রামে ১২,৫৮১
২৪ ক্যারেট- প্রতি ১ গ্রামে ১৩,৭২৫
আজ মুম্বই-এ সোনার দাম-
২২ ক্যারেট - প্রতি ১ গ্রামে ১২,৪৮৬
২৪ ক্যারেট- প্রতি ১ গ্রামে ১৩,৬২১
আজ দিল্লিতে সোনার দাম-
২২ ক্যারেট - প্রতি ১ গ্রামে ১২,৫০১
২৪ ক্যারেট- প্রতি ১ গ্রামে ১৩,৬৩৬
আজ বেঙ্গালুরু সোনার দাম-
২২ ক্যারেট - প্রতি ১ গ্রামে ১২,৪৮৬
২৪ ক্যারেট- প্রতি ১ গ্রামে ১৩,৬২১
আজ আমেদাবাদে সোনার দাম-
২২ ক্যারেট - প্রতি ১ গ্রামে ১২,৪৯১
২৪ ক্যারেট- প্রতি ১ গ্রামে ১৩,৬২৬
আজ কেরলে সোনার দাম-
২২ ক্যারেট - প্রতি ১ গ্রামে ১২,৪৮৬
২৪ ক্যারেট- প্রতি ১ গ্রামে ১৩,৬২১

