সংক্ষিপ্ত
ব্যাংকে টাকা জমা করা সহজ। কিন্তু কিছু সীমা অতিক্রম করলে ভারী জরিমানা হতে পারে।
টাকা কোথায় রাখবেন ভেবে অনেকেই প্রথমে ব্যাংক বেছে নেন। সেভিংস অ্যাকাউন্টে টাকা না রাখা মানুষ কমই। কারণ বাজারের ঝুঁকি এড়াতে একে নিরাপদ বিনিয়োগ হিসেবে ধরা হয়। তাই সেভিংস অ্যাকাউন্ট এত জনপ্রিয়। আর প্রয়োজনে টাকা ব্যবহারের সুবিধাও আছে। ডিজিটাল ব্যাংকিং, এটিএমের মাধ্যমে লেনদেন সুবিধাজনক। ব্যাংকে টাকা রাখা সহজ। কিন্তু কিছু সীমা অতিক্রম করলে ভারী জরিমানা হতে পারে।
টাকা জমা রাখার নিয়ম
সেভিংস অ্যাকাউন্টে এক আর্থিক বছরে দশ লক্ষের বেশি জমা করলে তার উৎস জানাতে হবে।
কারেন্ট অ্যাকাউন্টে পঞ্চাশ লক্ষের বেশি জমা করলেও একই নিয়ম। অর্থাৎ টাকার উৎস এবং তার সঠিক নথি আপনার কাছে থাকতে হবে।
টাকার উৎস প্রকাশ করতে না পারলে ৬০% পর্যন্ত কর, ২৫% সারচার্জ এবং ৪% সেস দিতে হতে পারে।
কেন এই নিয়ম?
কর ফাঁকি এবং কালো টাকা বন্ধ করাই এই নিয়মের লক্ষ্য। বেশি টাকা জমা করে তার উৎস না দেখাতে পারলে আয়কর বিভাগের তদন্ত হতে পারে।
যারা বেশি টাকা জমা করেন, জরিমানা এড়াতে আয়ের নথি সঙ্গে রাখুন এবং উৎস স্পষ্ট করুন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।