সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক CPAP, BiPAP অক্সিজেন কনসেনট্রেটরের জন্য অনুমতি পাওয়ার অনলাইন প্রক্রিয়াতে কিছুটা পরিবর্তন এনেছে।
কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় খবর। এবার কেন্দ্রের স্বাস্থ্য প্রকল্প তথা CGHS-এর জন্য জারি করা হয়েছে নতুন নির্দেশিকা।
সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক CPAP, BiPAP অক্সিজেন কনসেনট্রেটরের জন্য অনুমতি পাওয়ার অনলাইন প্রক্রিয়াতে কিছুটা পরিবর্তন এনেছে। মূলত, পেপার ওয়ার্ক কমানো এবং অনুমোদনের গতি বাড়াতেই এই নতুন নিয়ম আনা হয়েছে বলে খবর।
স্বাস্থ্য মন্ত্রকের নতুন নির্দেশ অনুযায়ী, সিজিএইচএস-এর আওতায় এই জাতীয় মেশিনগুলির অনুমতি পাওয়ার জন্য অনলাইন মোডটিকে সম্পূর্ণরূপে বদলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নতুন প্রক্রিয়ার আওতায় CGHS সুবিধাভোগীদের এখন হেলথ সেন্টারে ডিজিটাল মাধ্যমে আবেদন জমা দিতে হবে। এই অ্যাপ্লিকেশনগুলিতে সমস্ত প্রয়োজনীয় নথি অন্তর্ভুক্ত করতে হবে আবেদনকারীদের।
অ্যানেক্সার-১ অনুযায়ী, প্রথমে সুবিধাভোগীদের সম্পূর্ণ আবেদনের প্যাকেজটি স্ক্যান করতে হবে। এরপর তাদের জোন বা শহরের সংশ্লিষ্ট অ্যাডিশনাল ডিরেক্টরের অফিসে সেই বিষয়টি নিয়ে ইমেইল করতে হবে। হেলথ সেন্টারে হাই-স্পিড স্ক্যানার না থাকলে ডকুমেন্টগুলি দু-এক দিনের মধ্যে ডাকযোগে পাঠাতে হবে।
সেইসঙ্গে, অনলাইন প্রক্রিয়া সহজতর করার জন্য প্রত্যেক হেলথ সেন্টারে হাই স্পিড স্ক্যানার কেনার জন্য অ্যাডিশনাল ডিরেক্টরদের নির্দেশ দেওয়া হয়েছে। সেই আবেদনের একটি ডিজিটাল রেকর্ডও রাখা হবে এবার থেকে।
এদিকে ই-ফাইলিং-এর বিষয়বস্তুতে সুবিধাভোগীর নাম এবং আইডি, ইস্যু করা সব ডিভাইসের বিশদ বিবরণ এখানে অন্তর্ভুক্ত করা থাকবে। সেক্ষেত্রে ই-ফাইল নম্বর, সুবিধাভোগীর আইডি এবং অনুমতির বিবরণের মতো তথ্য আরও ভালো ট্র্যাকিংয়ের জন্য একটি এক্সেল শিটে সংরক্ষণ করা হবে বলে জানা গেছে।
সেই আবেদন অনুমোদিত হলে, আপনাকে ইমেইলে এই সম্পর্কে জানানো হবে। আপনি চাইলে সেটির সফট কপিও সংগ্রহ করতে পারেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
