ব্যবসায়িক প্রতিষ্ঠানের লাভ থেকে সরাসরি আদায় করা কর হল কর্পোরেট কর। 

কর্পোরেটদের জন্য আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড (CBDT)। ২০২৪-২৫ অর্থবর্ষের আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য আগের সময়সীমা ছিল ২০২৪ সালের ৩১ অক্টোবর। এখন তা বাড়িয়ে ১৫ নভেম্বর করা হয়েছে। 

ব্যবসায়িক প্রতিষ্ঠানের লাভ থেকে সরাসরি আদায় করা কর হল কর্পোরেট কর। করের আওতাধীন ব্যবসায়ের মালিকদের তাদের নিট আয়ের একটি অংশ কর হিসেবে দিতে হয়। 

যদিও কোনও সরকারি ব্যাখ্যা দেওয়া হয়নি, তবে আসন্ন উৎসব মরশুমে অনেক ছুটি থাকায় কর পরিশোধে সমস্যা হতে পারে, এই চাপ কমানোর জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সময়সীমা বাড়ানোর ফলে কর্পোরেটরা তাদের রিটার্নের সঠিকতা নিশ্চিত করার জন্য আরও বেশি সময় পাবে। 


Scroll to load tweet…

এই কথা বাস্তব যে, ব্যবসায়িক প্রতিষ্ঠানের লাভ থেকে সরাসরি আদায় করা কর হল কর্পোরেট কর। কারণ, করের আওতাধীন ব্যবসায়ের মালিকদের তাদের নিট আয়ের একটি অংশ কর হিসেবে দিতে হয়। এবার সেই সময়সীমাই বাড়ানো হল। কর্পোরেটদের জন্য আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড (CBDT)। ২০২৪-২৫ অর্থবর্ষের আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য আগের সময়সীমা ছিল ২০২৪ সালের ৩১ অক্টোবর। এখন তা বাড়িয়ে ১৫ নভেম্বর করা হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।