- Home
- Business News
- Other Business
- ১৪,৭০০ টাকা সস্তা হল সোনা, পতন রুপোর দামেও, গয়না গড়ালে খরচ কত হবে জানেন?
১৪,৭০০ টাকা সস্তা হল সোনা, পতন রুপোর দামেও, গয়না গড়ালে খরচ কত হবে জানেন?
- FB
- TW
- Linkdin
আর দুদিনের মধ্যেই শুরু হবে বিয়ের মরশুম। নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত থাকে এই শুভ সময়। এর আগেই সস্তা হল সোনা। প্রায় ১৫ হাজার টাকা কমল সোনার দাম।
এমনিতে রোজই সোনার দাম ওঠা নামা করে। শেষ কয় মাস সোনার দাম আকাশ ছোঁয়া। মধ্যবিত্তের সাধ্যের বাইরে বেরিয়ে যেতে চলেছে সোনা।
এমনই সময় এল বিরাট সুখবর। যাদের গয়না কেনার ইচ্ছা আছে তারা দেরি না করে কিনে ফেলতে পারেন। তেমনই এই দামের পতন বিয়ের মরশুমে নিয়ে এল সুখবর।
কলকাতায় আপনি ২২ ক্যারেট সোনা কিনতে চান তাহলে ৭০৮৫ টাকা খরচ হবে। (১৩৫ টাকা দাম কমেছে) সেই হিসেবে ১০ গ্রাম সোমার দাম এখন ৭০, ৮৫০ টাকা। ১০০ গ্রামের দাম ৭ লক্ষ ৮ হাজার ৫০০ টাকা। দশ গ্রামে ১৩৫০ টাকা এবং ১০০ গ্রামে ১৩,৫০০ টাকা দাম কমেছে।
বর্তমানে ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৭,৭২৯ টাকা। অর্থাৎ ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৭০, ৭২৯ টাকা। ১০০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৭ লক্ষ ৭২ হাজার ৯০০ টাকা। ১ গ্রামে ১৪৭ টাকা দাম কমেছে। তেমনই ১০ গ্রামে ১৪৭০ টাকা এবং ১০০ গ্রামে ১৪,৭০০ টাকা দাম কমেছে।
এদিকে এখন ২২ ক্যারেট গয়না সোনা বিক্রি করতে গেলে ১ গ্রামের দাম মিলবে ৬,৮৫৪ টাকা।
১৮ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ৫,৭৯৭ টাকা। ১০ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম ৫৭,৯৭০ টাকা এবং ১০০ গ্রাম সোনার দাম ৫ লক্ষ ৭৯ হাজার ৭০০ টাকা।
রুপো প্রতি কেজি দাম যাচ্ছে ৮৯,৫১৪ টাকা। রুপোর দামেও হয়েছে পতন।
সব মিলিয়ে সস্তা হল সোনা ও রুপোর দাম। তাই সামনেই যাদের বিয়ের উৎসব তারা দেরি না করে গয়না কিনে ফেলুন।
মাঝে বিস্তর বেড়েছিল সোনার দাম। যা আপাতত নিম্নমুখী।